বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি সম্পর্কে অনেকেই জানতে চায় কিন্তু সঠিক তথ্যের অভাবে মানুষ অনেক তথ্য থেকে বঞ্চিত হয়। আমাদের আজকের এই আর্টিকেলে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। 

বিদেশ-যাওয়ার-সরকারি-এজেন্সি


তাছাড়া আরো আলোচনা করবো - বিদেশ যাওয়ার সার্কুলার ২০২৪, সরকারি রিক্রুটিং এজেন্সির তালিকা, বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নাম্বার, সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় ২০২৪। 

পোস্ট সূচিপত্র - বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি সংশ্লিষ্ট সূচিপএ

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি 

বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি অনেক রয়েছে। সরকারি এসব এজেন্সি অনেক ধরনের কাজ করে থাকে। যেমন - শিক্ষাক্ষেএে, কর্মী প্রেরণ, পর্যটন। নিচে কতগুলো সরকারি এজেন্সির নাম দেওয়া হলো :
বোয়েসেল :
বোয়েসেল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড। সরকারি এই প্রতিষ্ঠানটি প্রতিবছরই বিভিন্ন দেশে কর্মী প্রেরণের লক্ষ্যে সার্কুলার প্রকাশ করে থাকে। এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। কর্মী প্রেরণের পাশাপাশি এটি বিভিন্ন দক্ষতা উন্নয়নের জন্যও কাজ করে থাকে। আপনি যদি বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি সম্পর্কে জেনে বিদেশে যাওয়ার পদক্ষেপ নিতে চান তাহলে বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 
পররাষ্ট্র মন্ত্রণালয় :
বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন করে থাকে এবং নাগরিক সেবা প্রদান করে থাকে। 
রেভিনিউ বোর্ড:
বাংলাদেশের রেভিনিউ বোর্ড বিদেশে যাতায়াতের জন্য টাকা প্রেরণ বা আনা এসব কাজ করে থাকে। তাছাড়া সংস্থাটি আইনি বিধান এবং আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কর নিয়ন্ত্রণ করে থাকে। 
বিপিএমইটি :
বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের প্রেরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া এই সংস্থাটি করে থাকে। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ এবং সহযোগিতাও প্রদান করে। 
বিআইআইসি:
এটি মূলত আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার নামে পরিচিত। প্রতিষ্ঠানটির বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ রয়েছে। সংস্থাটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত থাকার কারণে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটির রয়েছে অনেক বছরের কাজ করার অভিজ্ঞতা। বর্তমানে এটি অনেক ডিজিটাল সেবাও প্রদান করে থাকে। যেমন - শিক্ষার্থীদের পছন্দের দেশে পাঠানোর মাধ্যমে বিশ্বের সকল দেশের শিক্ষার্থীদের সংযোগ করে দেয়। 
মাউন্ট হেড ওভারসিজ:
মাউন্ট হেড ওভারসিজ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা সেবার মানের প্রতিশ্রুতি দেয়।পাশাপাশি এটি ভিসার প্রক্রিয়া যদি সফলভাবে সম্পন্ন না হয় তাহলে মানিব্যাক গেরান্টি প্রদান করে থাকে। গ্যারান্টি দেওয়ার এই ব্যাপারটি ক্লায়েন্টদের কাছে আত্মবিশ্বাসের প্রমাণ এবং অঙ্গীকারের প্রতিফলন। সংস্থাটি ক্লায়েন্টদের জন্য কনসালটেন্সিল প্রদান করে থাকে যাতে ক্লায়েন্টরা ন্যূনতম ঝামেলা ফেস না করে।তাছাড়াও গুরুত্বপূর্ণ নথি রেকর্ড, নথির অনুবাদ,এবং প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্পূর্ণভাবে সাপোর্ট প্রদান করে থাকে। 

বিদেশ যাওয়ার সার্কুলার 2024

আর্টিকেলের উপরের অংশে আমরা বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা বিদেশ যাওয়ার সার্কুলার 2024 নিয়ে আলোচনা করব। 

বিদেশ যাওয়ার সার্কুলার 2024, বোয়েসেল এর অধীনে বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। নিচে তা আলোচনা করা হলো। 
বোয়েসেল এর মাধ্যমে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি :

পদের নাম :Quantity Estimator
পদসংখ্যা :১
বয়স :অনূর্ধ ৪০ বছর 
কাজের সময় :সপ্তাহে ২৪-৪৮ ঘন্টা 
অভিজ্ঞতা :উক্ত কাজে আগ্রহী প্রার্থীকে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন :১৬,০০০-১৮,০০০ ফিজিয়ান ডলার প্রতিবছর। 

পদের নাম :Forklift Operator with Driving a License
পদসংখ্যা :০৩
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা। 
বেতন :১৮,০০০-১৯,৫০০ ফিজিয়ান ডলার প্রতিবছর 
অভিজ্ঞতা :আগ্রহী প্রার্থীকে উক্ত কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম :Software Programmer & Graphics a
Designer
পদসংখ্যা :০১
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স :অনুর্ধ ৪০ বছর 
বেতন :১৯,০০০-২০,০০০ ফিজিয়ান ডলার প্রতিবছর 
অভিজ্ঞতা :কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম :Heavy Vehicle Driver with Heavy 8
License 
পদসংখ্যা :০৪
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ ৪০ বছর 
বেতন :১৯,০০০-১৯,৫০০ ফিজিয়ান ডলার প্রতিবছর 

পদের নাম :AC and Freeze Technician 
পদসংখ্যা :১
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর
বেতন :১৯,০০০-২০,০০০ফিজিয়ান ডলার প্রতিবছর
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :GIB Installer and Painter (Finisher) 
পদসংখ্যা :১
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৫-৬ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা :কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :Spray Painter (Bus/Truck/ Heavy 
Vehicle)
পদসংখ্যা :২
কাজের সময় :৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
বয়স:অনূর্ধ্ব ৪০বছর
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা :কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :Spray Painter (Light Vehicle) 
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :Panel Beater (Bus/Truck/ Heavy Vehicle)
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম : Panel Beater (Light Vehicle) 
পদসংখ্যা :৩
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম : Engine Mechanic (Light Vehicle)
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম : Diesel Mechanic (Bus/Truck/ Heavy Vehicle)
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম : Automobile Electrician (Heavy 
Vehicle)
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম : Automobile Electrician (Light 
Vehicle) 
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :Printer / Photocopier Engineer 
পদসংখ্যা :৩
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ্ব ৪0 বছর 
বেতন:৫.৫০-৬.৫০ ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা 

পদের নাম :Cabinet Maker 
পদসংখ্যা :৩
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা
বয়স:অনূর্ধ্ব ৪০ বছর 
বেতন:৬.০০-৭.৫০ ফিজিয়ান ডলার 
অভিজ্ঞতা:কমপক্ষে ৩ বছের অভিজ্ঞতা 

পদের নাম :IT Technician (CCI'V and Access 
Control Specialized)
পদসংখ্যা :২
কাজের সময় :সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা 
বয়স:অনূর্ধ ৪০ বছর 
বেতন:৬.৫০ -৭.০০ ফিজিয়ান ডলার প্রতিঘন্টা 
অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

সরকারি রিক্রুটিং এজেন্সির তালিকা 

সরকারি রিক্রুটিং এজেন্সির তালিকা জানতে আর্টকেলের এই অংশটি পড়ুন। 
  • বিএমইটি এর নিকটস্থ জেলা অফিস থেকে রিক্রুটিং এজেন্সির তালিকা সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাকে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও নিকটস্থ অফিসে যোগাযোগ করতে হবে। 
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সি নিয়ে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। 
বিদেশ-যাওয়ার-সরকারি-এজেন্সি
  • বিএমইটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও রিক্রুটিং এজেন্সির তালিকা পেয়ে যাবেন। তাছাড়া নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা সম্পর্কেও জানতে পারবেন। 

বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নাম্বার 

বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সরকারি হলো বোয়েসেল এবং বিএমইটি। নিচে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নাম্বার দেওয়া হলো :

বিএমইটি:
ওয়েবসাইট :http://www.bmet.gov.bd
ফোন :+৮৮-০২-৯৩৪৫৮৮১
ইমেইল: dg@bmet.gov.bd
ফ্যাক্স: +৮৮-০২-৯৩৪৫৮৮২

ঠিকানা :
কাকরাইল, ৮৯/২,ঢাকা-১০০০

বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)
ওয়েবসাইট :www.boesl.gov.bd
ইমেইল :info@boesl.gov.bd
ফোন:৮৮-০২-৯৩৪৯৮৯২
ফ্যাক্স: +৮৮-০২-৯৩৪৯৮৯৩

প্রধান কার্যালয়:
কাকরাইল,৮৯/২ ঢাকা-১০০০

আমি প্রবাসী অ্যাপ :
বিদেশে কর্মসংস্থানের জন্য আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আবেদন করা যায়। 
ফ্যাক্স: +৮৮-০২-৪১০৩০৭৬৬ 

বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রশিক্ষণ করবেন। এতে আপনি নিরাপদে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। 

সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় ২০২৪ 

বর্তমানে ইউরোপ যাওয়া প্রত্যেকের একটি স্বপ্ন। কিন্তু ইউরোপীয় দেশগুলোতে যেতে প্রয়োজন প্রচুর অর্থের। এজন্য অনেকেই সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় ২০২৪ সম্পর্কে জানতে চায়। সরকারিভাবে ইউরোপ  যাওয়ার উপায় ২০২৪ সম্পর্কে নিচে আলোচনা করা হলো :

ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রিক্রুয়েটমেন্ট প্রোগ্রাম :
বর্তমানে ইউরোপের বিভিন্ন এম্বাসি বাংলাদেশে রয়েছে। ইউরোপে এসব এম্বাসি প্রতিবছরই হাজার হাজার কর্মী সরকারি ভাবে নিয়োগ দিয়ে থাকে। এজন্য তারা বিভিন্ন সরকারি প্রোগ্রামের আয়োজন করে। যেমন - গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম, ইউ ব্লু কার্ড স্কিমি ইত্যাদি। এসব প্রোগ্রামে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে সহজেই ইউরোপীয় দেশগুলোতে সরকারিভাবে যেতে পারবেন। 
বিদেশ-যাওয়ার-সরকারি-এজেন্সি

স্কলারশিপ :
ইউরোপীয় দেশগুলোতে প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এসব স্কলারশিপ ১০০% ফ্রিতে পড়তে পারবেন এবং কোনো রকমের খরচের ঝামেলা ছাড়াই। সরকারিভাবে ইউরোপ যাওয়ার এটি হতে পারে একটি সহজ উপায়। 
  • সরকারিভাবে ইউরোপ যাওয়ার জন্য বিএমইটি অফিসে গিয়ে অনলাইনে নিবন্ধন করে ফেলুন। 
  • এবার প্রয়োজনীয় সকল কাগজপএ যোগাড় করুন। কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা নির্ভর করবে আপনি কোন ভিসায় যেতে চান এবং কাজের ধরনের উপর। 
  • যে কাজে ইউরোপ যেতে চান সেই কাজের উপর প্রশিক্ষণ নিন।
  • সরকার অনুমোদিত যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করে ফেলুন৷ 
  • ভিসা প্রসেসিং এর জন্য জমা দিন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে ইন্টারভিউ নির্দিষ্ট দিনে ভিসা সংগ্রহ করুন। 
সুতরাং বলা যায় যে, উপরোক্ত উপায়ে আপনি সরকারিভাবে ইউরোপ যেতে পারবেন। 

ফ্রি বিদেশ যাওয়ার উপায় 

আর্টিকেলের এই অংশটি পড়লে ফ্রি বিদেশ যাওয়ার উপায় সম্পর্কে জানতে পারবেন। ফ্রি বিদেশ যাওয়ার অনেকগুলো উপায় রয়েছে। নিচে এসব উপায় সম্পর্কে আলোচনা করা হলো :
মাইগ্রেশন প্রোগ্রাম (সরকারি বা বেসরকারি) :
বিভিন্ন দেশ দক্ষ শ্রমিক নিয়োগের জন্য ফ্রি ভিসা এবং বিমান খরচ দিয়ে থাকে। যেমন-অস্ট্রেলিয়ার জন্য ফ্রি স্কিলড মাইগ্রেশন প্রোগ্রাম এবং কানাডার এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। 

বিভিন্ন আন্তর্জাতিক ও সরকারি প্রকল্পে অংশগ্রহণ করা:
ইন্টার্নশিপ :
দক্ষ জনবল নিয়োগের জন্য বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রি ইন্টার্নশিপ প্রদান করে থাকে। 
ভলান্টিয়ার প্রোগ্রাম :
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, EU পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভলান্টিয়ার প্রোগ্রামের মাধ্যমে ভলান্টিয়ার নিয়ে আসে নিজস্ব থাকা খাওয়া এবং বিমান খরচে। 
স্কলারশিপ :
বিভিন্ন দেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপের মাধ্যমে কোনো টাকা খরচ ছাড়া আপনি পড়াশোনা করে ভালো একটি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। এসবের মধ্যে রয়েছে -চেভেনিং স্কলারশিপ, ডাড স্কলারশিপ, এরাসমুস মুন্ডুস স্কলারশিপ ইত্যাদি। 

তাছাড়াও ফ্রি বিদেশ যাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে ভালো একজন কনসালট্যান্টের সহযোগিতার নিন। 

রিক্রুটিং এজেন্সি কিভাবে কাজ করে 

বিদেশ যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সি কিভাবে কাজ করে থাকে তা নিচে আলোচনা করা হলো :
  • রিক্রুটিং এজেন্সি বিদেশে গিয়ে চাকরি করতে ইচ্ছুক এমন ব্যাক্তিদের সহায়তা প্রদান করে থাকে। 
  • রিক্রুটিং এজেন্সি তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্র বা ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে থাকে। 
  • রিক্রুটিং এজেন্সি বিদেশ যেতে ইচ্ছুক এমন প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করে থাকে। 
  • চাকরিদাতার কাছে থেকে রিক্রুটিং এজেন্সি প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। 
  • যেসব প্রার্থী চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হয় রিক্রুটিং এজেন্সি সেসব প্রার্থীর প্রোফাইল চাকরিদাতা প্রার্থীর নিকট প্রেরণ করে। 
  • চাকরিদাতা ও প্রার্থীর মধ্যে চুক্তি চূড়ান্তকরণ কাজে সহযোগীতা করে। 

মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে বিদেশ যাওয়ার সরকারি এজেন্সিবিদেশ যাওয়ার সার্কুলার ২০২৪, সরকারি রিক্রুটিং এজেন্সির তালিকা, বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি নাম্বার, সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় ২০২৪ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যসমৃদ্ধ পোস্ট পেতে প্রতিনিয়ত ফলো করুন আমাদের ওয়েবসাইট My Teach Info

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url