ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য জেনে নিন

ইউরোপীয় মহাদেশের একটি দেশ হচ্ছে ইতালি। বিভিন্ন প্রয়োজনে মানুষ একদেশ থেকে আরেক দেশে ভ্রমণ বা যাতায়াত করে। ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য কত এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে। বাংলাদেশীদের কাছে বর্তমানে ইতালি একটি স্বপ্নের দেশ যা কাজ করার জন্য হোক বা উন্নত জীবনযাপন করার জন্য হোক।সবার বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য নিয়ে পোস্টটিতে বর্ণনা করবো। কাজেই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। 

ইতালি-ও-বাংলাদেশের-সময়ের-প্রার্থক্য

তাছাড়া আরো আলোচনা করবো- ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্যের কারণ, বাংলাদেশ ও ইতালির মধ্যে দূরত্ব কত, বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে,বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত,বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে,ইতালি ভিসা কত প্রকার ইত্যাদি। 

আর্টিকেল সূচিপত্র - ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য সংশ্লিষ্ট সূচিপত্র 

ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য

ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য নিয়ে আর্টিকেলের শুরুতেই আলোচনা করবো। বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ।এজন্য বিভিন্ন প্রয়োজনে অন্য দেশের সময় জানার প্রয়োজন হয়। ইতালিতে মূলত দুইটি টাইমজোন রয়েছে। একটি হচ্ছে গ্রীষ্মকালীন টাইমজোন এবং আরেকটি হচ্ছে শীতকালীন টাইমজোন। 
গ্রীষ্মকালীন টাইমজোন :
এই টাইমজোন অনুযায়ী বাংলাদেশ ইতালি থেকে ৪ ঘন্টা এগিয়ে থাকে। যেমন ইতালিতে সকাল ৯ টা বাজলে বাংলাদেশে সময় হবে দুপুর ১টা। 
শীতকালীন টাইমজোন:
এই টাইমজোন অনুযায়ী বাংলাদেশ সময় ইতালি থেকে ৫ ঘন্টা এগিয়ে থাকে। যেমন ইতালিতে সকাল ৯টা বাজলে বাংলাদেশে সময় হবে দুপুর ২ টা। 
ইতালিতে সাত মাস ডে লাইট সেভিংস পালন করা হয় এবং এর সময়কাল মার্চ মাসের শেষ রবিবার থেকে অক্টোবর মাসের শেষ রবিবার পর্যন্ত।এজন্য প্রতিটি নরমাল টাইম জোন থেকে ১ ঘন্টা কমিয়ে যোগ করতে হয়।  

ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্যের কারণ

বাংলাদেশ ও ইতালির মধ্যে সময়ের প্রার্থক্যের কারণ হচ্ছে মানুষের তৈরিকৃত সময়ের কেন্দ্র এবং পৃথিবীর ঘূর্ণন গতি। পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে ঘুরতে থাকে এজন্য সূর্যের আলো পৃথিবীর সকল দেশে সমানভাবে পৌঁছাতে পারে না। তাই বাংলাদেশে দিন থাকলে ইতালিতে তখন রাত হয়৷ আবার পৃথিবীকেও বিভিন্ন সময় কেন্দ্রে বিভক্ত করা হয়েছে। প্রতিটি সময় কেন্দ্রের সময় এক ঘন্টা করে আলাদা হয়ে থাকে। বাংলাদেশ ও ইতালি যেহেতু বিভিন্ন সময় কেন্দ্রে অবস্থিত এজন্য বাংলাদেশ ও ইতালির সময়ের মধ্যে প্রার্থক্য দেখা যায়। 

বাংলাদেশ ও ইতালির মধ্যে দূরত্ব কত 

ইতালি-ও-বাংলাদেশের-সময়ের-প্রার্থক্য

বাংলাদেশ ও ইতালির মধ্যে দূরত্ব কত এই সম্পর্কে এই পর্যায়ে জানবেন। বাংলাদেশ ও ইতালির মধ্যে দূরত্ব হচ্ছে ৭,২৯৫ কিলোমিটার বা ৪৮৩.২৭ মিটার।আবার মাইল দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে তা হবে ৪,৫৪৩ মাইল এবং ৩,৯৪৯ নটিক্যাল মাইল । 

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার জন্য আপনি যদি ভিসা প্রসেসিং এর জন্য জমা দেন তাহলে ৩০ থেকে ৯০ দিনের মতো সময় লাগবে প্রসেসিং হতে। অর্থাৎ সম্পূর্ণ ভিসা প্রসেসিংয়ে ১ থেকে ৩ মাসের মতো সময় লাগবে। আবার বিমানে করে যদি বাংলাদেশ থেকে ইতালিতে যেতে চান তাহলে সরাসরি ইতালি যেতে পারবেন না। কেননা ইতালি যাওয়ার সরাসরি কোনো বিমান বাংলাদেশে নেই। এজন্য প্রথমে আপনাকে ডুবাই যেতে হবে। এক্ষেত্রে ডুবাই যাওয়ার পর আরেকটি ফ্লাইটে করে ইতালি যেতে হবে। এতে সময় লাগবে ১৩ ঘন্টা ৫০ মিনিটের মতো। তবে যদি কোনো কারণে ফ্লাইট লেট করে তাহলে আরো বেশি সময়ও লাগতে পারে। 

বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত 

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত বিমান ভাড়া পড়বে তা বিমানের ধরনের উপর নির্ভর করে থাকে। কেননা একেক এয়ারলাইন্সের বিমান ভাড়া একেক রকম। আবার আপনি কোন ক্লাসের বিমান ভাড়া করবেন তার উপর নির্ভর করেও বিমান ভাড়া কম বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া সাধারণত ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকার মতো হয়ে থাকে। 

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন কাজের জন্য ইতালিতে যাবেন। কেউ যায় পড়াশোনা করতে, কেউ যায় কাজ করতে,কেউ যায় ব্যবসা করতে আবার কেউ ঘোরাঘুরি করতে যায়।এক্ষেত্রে টাকার পরিমাণ সমান হবে না। ওয়ার্ক পারমিট নিয়ে ইতালি যেতে যত টাকা খরচ পড়বে তার চেয়ে অনেক কম পড়বে আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে যান। আবার কেউ যদি স্কলারশিপে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশ যায় সেক্ষেত্রে আরেক রকম খরচ পড়বে। 
বাংলাদেশ-ও-ইতালির-সময়ের-প্রার্থক্য

আপনি যদি টুরিস্ট ভিসাতে যান সেক্ষেত্রে তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ পড়বে। আবার স্টুডেন্ট ভিসায় যেতে ৮-১০ লক্ষ টাকার মতো খরচ পড়বে। বিদেশে যাওয়ার জন্য অনেকে বিভিন্ন দালালদের শরণাপন্ন হন। এক্ষেত্রে দেখা যায় যে, দালালরা উচ্চ টাকা চার্জ করে থাকে। আপনি যদি সরকারিভাবে ইতালি যান তাহলে অনেক কম টাকা খরচ পড়বে। আমি আপনাকে পরামর্শ দিবো বিদেশে যাওয়ার সকল প্রক্রিয়া নিজে নিজে সম্পন্ন করবেন,আগে ভালো করে রিসার্চ করবেন। এতে করে আপনার টাকা যেমন বাঁচবে ঠিক তেমনি হয়রানির শিকারও হবেন না। 

ইতালি ভিসা কত প্রকার

ইতালি ভিসা অনেক প্রকার হয়ে থাকে। আপনি প্রথমে পছন্দ করবেন কোন ভিসাতে আপনি ইতালি যেতে চান সেই অনুযায়ী আবেদন করবেন। নিচে ইতালির ভিসা কত প্রকার হয়ে থাকে তা দেওয়া হলো-
  • স্পন্সর ভিসা
  • মেডিকেল ভিসা
  • বিজনেস ভিসা 
  • কৃষি ভিসা
  • টুরিস্ট ভিসা 
  • স্টুডেন্ট ভিসা 
  • ফ্যামিলি রিইউনিয়ন ভিসা
উপরোক্ত ভিসার ক্যাটাগরি গুলো থেকে আপনি আপনার পছন্দমতো ভিসা সিলেক্ট করে আবেদন করতে পারেন। 

আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া কত?

উত্তর: বাংলাদেশ থেকে ইতালির বিমান ভাড়া সাধারণত ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তবে আপনি কোন ক্লাসে টিকিট কাটবেন তার উপরও টাকার পরিমাণ নির্ভর করে। 

প্রশ্ন ২: বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব কত?

উত্তর: বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব হচ্ছে ৭,২৯৫ কিলোমিটার। 

প্রশ্ন ৩: ইতালির ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে? 

উত্তর:ইতালির ভিসা প্রসেসিং হতে ৩০ থেকে ৯০ দিনের মতো সময় লাগে। 

প্রশ্ন ৪: বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে? 

উত্তর: বাংলাদেশ থেকে ইতালি যেতে ১৩ ঘন্টা ৫০ মিনিটের মতো সময় লাগে৷ তবে ফ্লাইট লেট করলে সময় আরো বাড়তে পারে। 

প্রশ্ন ৫:ইতালি ও বাংলাদেশের সবচেয়ে প্রার্থক্য কত?

উত্তর: ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য ৫ ঘন্টা বা ৪ ঘন্টা হয়ে থাকে। গীষ্মকালে বাংলাদেশ ৪ ঘন্টা এগিয়ে থাকে এবং শীতকালে বাংলাদেশ ৫ ঘন্টা এগিয়ে থাকে। 

প্রশ্ন ৬: ইতালির দূতাবাস বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত? 

উত্তর: ইতালির দূতাবাস বাংলাদেশের প্লট-১২,নর্থ এভিনিউ,গুলশান-২, ঢাকা-১২১২ অবস্থিত। 

লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত,পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রবাস,ভিসা রিলেটেড নতুন নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url