[বাহরাইন যেতে কত টাকা লাগে?]

মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ হচ্ছে বাহরাইন।দেশটিতে কাজের রয়েছে প্রচুর সম্ভাবনা।জীবিকার তাগিদে তাই বাংলাদেশীরা যেতে চায় বাহরাইনে। এজন্য তারা বাহরাইন যেতে কত টাকা লাগে তাই নিয়ে জানতে চায়। আমাদের আজকের এই আর্টিকেলে বাহরাইন যেতে কত টাকা লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে
তাছাড়া আরো আলোচনা করবো -বাহরাইন যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস,বাহরাইনের ১ টাকা বাংলাদেশের কত টাকা,বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায়,বাহরাইনে কোন কোন কাজের চাহিদা রয়েছে,বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত, বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে, বাহরাইনে কাজের বেতন কত, বাহরাইনে ভিসা কবে খোলবে ইত্যাদি। 

আর্টিকেল সূচিপত্র - বাহরাইন যেতে কত টাকা লাগে সংশ্লিষ্ট সূচিপত্র 

বাহরাইন যেতে কত টাকা লাগে 

বাহরাইন যেতে কত টাকা লাগে তা নিয়ে আর্টিকেলের শুরুতেই আলোচনা করবো -
বাহরাইন যেতে কত টাকা লাগে তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে যেমন ভিসার ধরণ, বিমান ভাড়া,ভিসা ফি ইত্যাদি।আপনি যদি বাংলাদেশ থেকে বাহরাইন যেতে চান তাহলে আপনার ৪ থেকে ৬ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এজেন্সি ভেদে এই টাকা কম বেশি হয়ে থাকে। আবার আপনার ব্যাক্তিগত খরচও থাকতে পারে। 

বাহরাইন যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস

বাহরাইন যেতে যেসকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে -
  • পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস এবং পাসপোর্টে ফাঁকা থাকবে। 
  • যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে ওয়ার্ক পারমিটের প্রমাণপএ
  • ব্যাংক স্টেটমেন্ট 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 
  • জাতীয় পরিচয়পএ বা জন্মনিবন্ধনের ফটোকপি 
  • হেল্থ ইন্সুরেন্স
  • পাসপোর্ট সাইজের ছবি 
যারা বাহরাইন যাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে তা জানতে চেয়েছিলেন আশা করছি উত্তরটি পেয়ে গেছেন। 

বাহরাইনের ১ টাকা বাংলাদেশের কত টাকা 

বাহরাইনে যেতে ইচ্ছুক সকলে বাহরাইনের ১ টাকা বাংলাদেশের কত টাকা এই সম্পর্কে জানতে চায়। কেননা যারা বাহরাইনে শ্রমিক হিসাবে যেতে চায় তারা যদি টাকার মান সম্পর্কে না জানে তাহলে সমস্যায় পড়তে পারে।বাহরাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার।বাহরাইনের টাকার মান অনেক বেশি। বাহরাইনের ১ দিনার বাংলাদেশের প্রায় ৩২১.৭৯ টাকা, বাহরাইনের ১০০ দিনার বাংলাদেশের ৩২,১৭৯ টাকা, বাহরাইনের ৫০০ দিনার বাংলাদেশের ১,৬০,৮৯৫ টাকা। 

বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার উপায় 

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে
বাংলাদেশ থেকে আপনি সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই বাহরাইন যেতে পারবেন। সরকারিভাবে বাহরাইন যাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত বোয়েসেল ওয়েবসাইট ভিজিট করতে হবে।বোয়েসেল হচ্ছে সরকারিভাবে বিদেশে যাওয়ার একটি প্রতিষ্ঠান। যখনই বাহরাইন যাওয়ার সার্কুলার প্রকাশ করবে আপনি দেরি না করে আবেদন করে ফেলবেন৷ সরকারিভাবে যেতে অনেক কম টাকা খরচ পড়ে।আবার বেসরকারিভাবে যেতে হলে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাহায্য নিতে পারেন।এজেন্সিগুলো থেকে কাজের ভিসা সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে,ভিসা প্রসেসিং হওয়ার পর ভিসা হাতে পেয়ে বাহরাইন যেতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে যাওয়ার তুলনায় বেশি টাকা খরচ পড়বে। 

বাহরাইনে কোন কোন কাজের চাহিদা রয়েছে 

আর্টিকেলের এই পর্যায়ে আপনি জানতে পারবেন যে, বাহরাইনে কোন কোন কাজের চাহিদা রয়েছে । 
বাহরাইন যাওয়ার পূর্বে অবশ্যই বাহরাইনে কোন কোন কাজের চাহিদা রয়েছে এই বিষয়ে জেনে তবেই যাওয়া উচিত। বাহরাইনে যেসব কাজের চাহিদা রয়েছে সেগুলো হচ্ছে -
  • হোটেলের কাজ
  • বাসা বাড়ির কাজ
  • গ্লাস ক্লিনার 
  • ড্রাইভার 
  • রোড ক্লিনার 
  • কনস্ট্রাকশন
  • মেকানিক্যাল
  • ইলেকট্রিশিয়ান
  • শপিং মলের কাজ
  • সার্ভিসিং 
  • ট্রইলার্স
  • সেলসম্যান 
সুতরাং বলা যায় যে, উপরোক্ত কাজগুলোর বাহরাইনে অনেক চাহিদা রয়েছে। আপনি যদি উপরোক্ত যেকোনো কাজে অভিজ্ঞতা অর্জন করে যান তাহলে প্রথম মাস থেকেই ভালো টাকা আয় করতে পারবেন। কারণ, বাহরাইনে দক্ষ ব্যাক্তিদের অনেক মূল্যায়ন করা হয়। 

বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত

বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত?এই প্রশ্নটি বাংলাদেশের মানুষেরা প্রায়ই করল থাকে। আসলে বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব হচ্ছে ৪,০০৬ কিলোমিটার। হাঁটা পথে বাংলাদেশ থেকে দূরত্ব হচ্ছে ৫,৩৭৫ কিলোমিটার। 

বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে 

বাংলাদেশ থেকে বাহরাইনে রেলপথ, মোটরসাইকেল, জলপথ বা বাইসাইকেলে যাওয়ার কোনো উপায় নেই বাহরাইনে আপনাকে যেতে হবে সম্পূর্ণ বিমানে। বিমানে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে ১৮ ঘন্টা সময় লাগবে। আর যদি আপনি হেঁটে যাওয়ার ইচ্ছে পোষন করেন তাহলে আপনার সময় লাগবে ৩৫ দিন। 

বাহরাইনে কাজের বেতন কত

বাহরাইন-যেতে-কত-টাকা-লাগে
বাহরাইনে কাজের বেতন কত এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। আপনার কাজের দক্ষতা যত ভালো হবে আপনি তত ভালো বেতন পেয়ে থাকবেন।বাহরাইনে রোড ক্লিনার, ক্লাব ক্লিনার,রেস্টুরেন্ট ক্লিনারের বেতন হয়ে থাকে ২৫০ থেকে ৫০০ দিনার। বাংলাদেশী টাকায় যা প্রায় ৭২,০০০ থেকে ১,৪৫০০০ হয়ে থাকে।আবার ড্রাইভিং,মেকানিক্যাল,ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশনের বেতন হয়ে থাকে ৮০০ থেকে ১০০০ দিনার বাংলাদেশী টাকায় যা প্রায় দুই লক্ষ এিশ হাজার থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা।আবার শেফ, কৃষি কাজ, বাসা বাড়ির কাজের বেতন হয়ে থাকে ১৫০ থেকে ২০০ দিনার বাংলা টাকায় যা প্রায় ৪৫,০০০ থেকে ৫৮,০০০ টাকা। আশা করছি বাহরাইনের কাজের বেতন সম্পর্কে আপনার ভালো ধারণা হয়েছে। 

বাহরাইন ভিসা কবে খোলবে 

বাহরাইন ভিসার সর্বশেষ তথ্য অনুযায়ী বাহরাইন ভিসা কবে খোলবে তার সঠিক তথ্য এখনো জানানো হয়নি। বিগত চার পাঁচ বছর ধরে বাহারাইন ভিসা বন্ধ রয়েছে। তবে দেশটির সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালেই দেশটি জনবল নিয়োগ শুরু করবে বলে জানা যায়। বাহরাইন ভিসা কবে খোলবে এই সম্পর্কে তথ্য প্রকাশিত হওয়া মাএ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন৷ তাছাড়া এই সম্পর্কিত তথ্যের জন্য বাহরাইন দূতাবাস বা সরকারিভাবে বিদেশে যাওয়ার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। 

আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: বাহরাইন যেতে কত টাকা লাগে? 

উত্তর: বাহরাইন যেতে কমপক্ষে ৪ থেকে ৬ লক্ষ টাকা লাগে। তবে এজেন্সি বা দালালের উপর নির্ভর করে তা কম বেশি হয়ে থাকে। 

প্রশ্ন ২:বাংলাদেশ থেকে বাহরাইন যেতে কত সময় লাগে? 

উত্তর: বাংলাদেশ থেকে বাহরাইন যেতে সময় লাগে ১৮ ঘন্টা। 

প্রশ্ন ৩: বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত? 

উত্তর:বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব হচ্ছে ৪,০০৬ কিলোমিটার। 

প্রশ্ন ৪:বাহরাইনের মুদ্রার নাম কি? 

উত্তর: বাহরাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার। 

প্রশ্ন ৫:বাহরাইনের ১ টাকা বাংলাদেশের কত টাকা? 

উত্তর: বাহরাইনের ১ টাকা বাংলাদেশের ৩২১.৭৯ টাকা। 

প্রশ্ন ৬:বাহরাইনের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা? 

উত্তর: বাহরাইনের ১০০ টাকা বাংলাদেশের ৩২,১৭৯ টাকা। 

প্রশ্ন ৭:বাহরাইনের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা? 

উত্তর: বাহরাইনের ১০০০ টাকা বাংলাদেশের ১,৬০,৮৯৫। 

প্রশ্ন ৮:বাহরাইনের রাজধানীর নাম কি? 

উত্তর: বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা।

প্রশ্ন ৯:বাহরাইনের আয়তন কত? 

উত্তর: বাহরাইনের আয়তন প্রায় ৭৮০ বর্গকিলোমিটার। 

লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে বাহরাইন যেতে কত টাকা লাগে এবং সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাহরাইন হোক বা যেকোনো দেশে যাওয়ার জন্য কখনো দালালের মাধ্যমে যাবেন না। এতে যেমন আপনার অনেক বেশি টাকা লাগবে ঠিক তেমনি হয়রানির শিকার হবেন। কাজেই সবকিছু নিজে নিজে অনলাইনে বা সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন। আশা করছি আর্টিকেলটি আপনার অনেক উপকার এসেছে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url