দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ বিস্তারিত জানুন
সংযুক্ত আরব আমিরাতের একটি শহর হচ্ছে দুবাই। দুবাইয়ে বাংলাদেশীরা ভ্রমন করার জন্য, কাজের জন্য প্রতিনিয়তই যেতে চায়।তবে বিভিন্ন কারণে বর্তমানে দুবাই ভিসা বন্ধ রয়েছে। এজন্য সবাই জানতে চায় যে, দুবাই ভিসা কবে খুলবে ২০২৫? আমাদের আজকের এই আর্টিকেলে দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ নিয়ে আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করবো -দুবাই যেতে কত টাকা লাগে, দুবাই ভিসা চেক, দুবাই টাকার রেট, দুবাইয়ের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাইয়ের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা,দুবাই কিসের জন্য বিখ্যাত।
আর্টিকেল সূচিপত্র - দুবাই ভিসা কবে খোলবে ২০২৫ সংশ্লিষ্ট সূচিপএ
- দুবাই ভিসা কবে খুলবে ২০২৫
- দুবাই যেতে কত টাকা লাগে
- দুবাই ভিসা চেক
- দুবাই টাকার রেট
- দুবাইয়ের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
- দুবাইয়ের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
- দুবাই কিসের জন্য বিখ্যাত
- লেখকের মন্তব্য
আরও পড়ুনঃ বাহরাইন যেতে কত টাকা লাগে
দুবাই ভিসা কবে খুলবে ২০২৫
দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ নিয়ে আর্টিকেলের শুরুতেই জানতে পারবেন। যেকোনো সময় যেকোনো দেশের নিয়মনীতি পরিবর্তন হতে পারে। তাই কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই সে দেশের সর্বশেষ খবর জেনে তবেই যাবেন।
সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য আরব আমিরাতে থাকা বাংলাদেশীরা বিক্ষোভ করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুবাই সরকার বাংলাদেশীদের জেলে পাঠায় এবং ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তবে অনেকেই বলে থাকেন যে দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা বর্তমানে পাঁচ শতাংশ। যদিও কিছু পরিমাণ ওয়ার্ক পারমিট ভিসা দুবাই থেকে দেওয়া হচ্ছে তবে টুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দুবাই ভিসা কবে খুলবে তা জানতে অবশ্যই দুবাইয়ের ইমিগ্রেশন ওয়েবসাইট চেক করতে পারেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে চালু করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে
দুবাই যেতে কত টাকা লাগে
পারস্য সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে দুবাই অবস্থিত। দুবাই অর্থনৈতিক দিক দিয়ে খুবই শক্তিশালী। দুবাই যেতে কত টাকা লাগে সেটা নির্ভর করে থাকে আপনি কোন ধরনের ভিসায় দুবাই যাবেন তার উপরে। দুবাই ভিজিট ভিসা, কোম্পানি ভিসা, কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্রি ভিসা দিয়ে থাকে। আবার খরচের পরিমাণ এজেন্সি বা দালালের উপরও নির্ভর করে থাকে। সাধারণত দুবাই যেতে আপনার তিন থেকে সাত লক্ষ টাকা খরচ পড়তে পারে। দুবাই ভিসা প্রসেসিং করার সময় নূন্যতম পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।বিমান ভাড়া, ভিসা তৈরি, শপিং এবং দুবাই পোঁছাতে নূন্যতম ৫ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে।
দুবাই ভিসার দাম :
আধুনিকতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে দুবাই। একেক জন একেক উদ্দেশ্যে দুবাই যেয়ে থাকে। তবে দুবাই থেকে শ্রমিকদের কাজের ভিসা সবচেয়ে বেশি দিয়ে থাকে। এজন্য সবাই দুবাই ভিসার দাম সম্পর্কে জানতে চায়। দুবাই স্টুডেন্ট ভিসার দাম হচ্ছে আড়াই থেকে চার লক্ষ টাকা। ভিজিট ভিসার দাম হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা।কাজের ভিসার দাম হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা৷ বেসরকারিভাবে যেতে খরচ পড়বে পাঁচ থেকে আট লক্ষ টাকা। ফ্রি ভিসার দাম হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকা। টুরিস্ট ভিসার দাম হচ্ছে চার থেকে সাত লক্ষ টাকা।
দুবাই যেতে কত বছর বয়স লাগে :
দুবাই যেতে ইচ্ছুক সকলে জানতে চায় যে দুবাই যেতে কত বছর বয়স লাগে? সাধারণত দুবাই যেতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে কোনো কোনো ক্ষেএে বয়স এর থেকে কম হলেও চলবে।
আরও পড়ুনঃ ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য
দুবাই ভিসা চেক
যারা দুবাই ভিসার আবেদন করে তারা সবাই দুবাই ভিসা কিভাবে চেক করতে হয় সেই সম্পর্কে জানতে চায়। বর্তমানে ঘরে বসে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসার কতদিন মেয়াদ রয়েছে এবং ভিসাটি বৈধ কি না। এই অংশে আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করে দেখাবো -
- দুবাই ভিসা চেক করার জন্য প্রথমে গুগলে চলে যান।এবার ICP Smart Services লিখে সার্চ করুন।
- এবার আপনার সামনে একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে। ওয়েবসাইটের মেনুবার থেকে public services অপশনে চলে যান।
- এবার ফাইল চেক করার জন্য File Validity অপশনে যান।
- তারপর আপনাকে পরবর্তী পেইজে একটি ফরম পূরণ করার জন্য নিয়ে যাবে। এখানে এসে আপনাকে পাসপোর্টের মেয়াদের তারিখ এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে। সবকিছু ইংরেজিতে লিখতে হবে এবং জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করতে হবে।
- এবার ক্যাপচা পূরণ করতে হবে। এখানে I am not a robot ভেরিফিকেশন করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
- সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর এবার আপনি আপনার ভিসা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনঃ হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা
দুবাই টাকার রেট
বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রবাস শ্রমিক হিসেবে কাজ করার জন্য দুবাইকে বেছে নেয়। শ্রমিকরা তাদের কষ্টে উপার্জন করা টাকা দেশে পাঠাতে চায়৷ এজন্য অনেক সময় টাকার রেট না জানার কারণে কম মূল্যে টাকা পাঠিয়ে থাকে। দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিরহাম। দুবাইয়ের এক দিরহাম বাংলাদেশের ৩৩.২৮ টাকা। কেউ যদি দুবাই থেকে ১ দিরহাম পাঠাতে চায় তাহলে বাংলাদেশের ব্যাক্তি ৩৩.২৮ টাকা পেয়ে থাকবেন। দুবাই থেকে আপনি বিকাশেও টাকা পাঠাতে পারবেন। তবে বিকাশে টাকা পাঠালে টাকার রেট একটু কম হয়। তবে জরুরি কোনো প্রয়োজনে বিকাশে টাকা পাঠালেও তা হবে ৩৩.২৮ টাকা।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়
দুবাইয়ের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
দুবাইয়ের ১ দিরহাম বাংলাদেশের ৩৩.২৮ টাকা। কাজেই দুবাইয়ের ১০০০ দিরহাম হবে বাংলাদেশের ৩৩,২৮০ টাকা। অর্থাৎ কেউ যদি দুবাই থেকে ১০০০ দিরহাম পাঠায় তাহলে বাংলা টাকায় ৩৩,২৮০ টাকা সংগ্রহ করতে পারবেন। যেহেতু টাকার রেট উঠানামা করে কাজেই একেক সময় টাকার পরিমাণ একেক রকম হয়ে থাকে।
আরও পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
দুবাইয়ের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
এই অংশে জানতে পারবেন দুবাইয়ের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা এই সম্পর্কে। দুবাইয়ের ১০০ দিরহাম বাংলাদেশের ৩,৩২৮ টাকা। কোনো দুবাই প্রবাসী যদি বাংলাদেশে ১০০ দিরহাম পাঠায় তাহলে বাংলাদেশ থেকে ৩,৩২৮ টাকা সংগ্রহ করতে পারবেন।
সৌদি আরবের মুদ্রা দিরহাম এর প্রচলন বহ বছর পূর্বে থেকে। দুবাইয়ে অনেক ধরনের দিরহামের নোট প্রচলিত রয়েছে। দিরহামের পিছনের পৃষ্ঠার লিখাগুলো ইংরেজিতে লিখা এবং সংখ্যাগুলে আরবি ভাষায় লিখা। আবার দিরহামের সামনের পৃষ্ঠার লিখাগুলো আরবি ভাষায় লিখা এবং সংখ্যাগুলো ইংরেজি ভাষায় লিখা।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
দুবাই কিসের জন্য বিখ্যাত
দুবাই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুবাই অনেক কারণে বিখ্যাত। যেমন -শহরটির রয়েছে আকাশচুম্বী অট্রালিকা,বিশাল মরুভূমি,বিলাশবহুল হোটেল ইত্যাদি। দুবাইয়ে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। যেমন - দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তজার্তিক বিমানবন্দর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যাস্ততম বিমানবন্দর। বিশ্বের বৃহত্তম ফুলের বাগান দুবাইয়ে অবস্থিত। বিশ্বের বৃহত্তম কৃএিম বন্দর, বৃহওম জলপ্রপাত দুবাইতে রয়েছে। দুবাইয়ের কয়েকটি দর্শনীয় স্থান হচ্ছে -
মরুভূমি :
দুবাইয়ের মরুভূমি তার সুন্দর দৃশ্যের জন্য পৃথিবী বিখ্যাত।এই মরুভূমিতে ডেজার্ট সাফারি, ক্যাম্পিং করতে পারবেন।
দুবাই মল :
পৃথিবীর সবচেয়ে বড় শপিংমল দুবাইয়ে অবস্থিত। এই হলে ১৫০ টি রেস্তোরাঁ, ১২০০ টি দোকান এবং প্রায় ১২ টি সিনেমা হল রয়েছে।
বুর্জ খলিফা :
দুবাইয়ের সবচেয়ে আয়কনিক দর্শনীয় স্থান হচ্ছে বুর্জ খলিফা। আপনি যদি দুবাই সম্পূর্ণ শহর দেখতে চান তাহলে বুর্জ খলিফার সর্বোচ্চ চূড়ায় উঠতে পারেন।
পাম জুমেইরা :
এটি হচ্ছে একটি মানবসৃষ্ট দ্বীপ যা তার আকৃতির জন্য বিখ্যাত।
ভবিষ্যতের জাদুঘর :
ভবিষ্যতের জাদুঘর নামে একটি জাদুঘর দুবাইয়ে রয়েছে যা তার আধুনিক নকশার জন্য পৃথিবী বিখ্যাত।
দুবাই অ্যাকোরিয়াম এবং ওয়াটারভিয়ার্ড
এটি দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আন্ত:সমুদ্র অ্যাকোরিয়াম। এটিতে অনেক প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে।
সুতরাং বলা যায় যে, উপরোক্ত কারণগুলোর জন্য দুবাই বিখ্যাত।
আরও পড়ুনঃ ক্যান্সার রোগীর মৃত্যুর লক্ষণ
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি দুবাই ভিসা চালু হওয়ার সাথে সাথে আপনি ভিসার আবেদন করে ফেলবেন এবং ভালো টাকা উপার্জন করে নিজের ভাগ্য পরিবর্তন করবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ পোস্ট পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url