জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে
ইউরোপের একটি উন্নত দেশ হচ্ছে জার্মানি। স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মানিতে যাওয়া বাংলাদেশী স্টুডেন্টসদের জন্য মহাস্বপ্ন। এজন্য IELTS করতে হয় এবং সবাই জানতে চায় যে, জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে। আমাদের আজকের এই আর্টিকেলে জার্মানি যেতে IELTS কত পয়েন্ট লাগে তা নিয়ে বর্ণনা করবো। তাই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করবো-জার্মানিতে স্টুডেন্টস ভিসা যোগ্যতা, জার্মানি স্টুডেন্টস ভিসা আবেদন, জার্মানি স্টুডেন্টস ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে,স্টুডেন্ট ভিসায় কি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া সম্ভব? স্টুডেন্ট ভিসায় কি ফ্যামিলির সদস্যদের জার্মানিতে আনা সম্ভব?,জার্মানিতে স্টুডেন্ট ভিসা খরচ,জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি।
আর্টিকেল সূচিপত্র -জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে সংশ্লিষ্ট সূচিপত্র
- জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে
- জার্মানিতে স্টুডেন্টস ভিসা যোগ্যতা
- জার্মানি স্টুডেন্টস ভিসা আবেদন
- জার্মানি স্টুডেন্টস ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে
- স্টুডেন্ট ভিসায় কি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া সম্ভব?
- স্টুডেন্ট ভিসায় কি ফ্যামিলির সদস্যদের জার্মানিতে আনা সম্ভব?
- জার্মানিতে স্টুডেন্ট ভিসা খরচ
- জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
জার্মানি যেতে IELTS কত পয়েন্ট লাগে
জার্মানি যেতে IELTS কত পয়েন্ট লাগবে তা নিয়ে পোস্টের শুরুতেই আলোচনা করবো -
বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এর সপ্ন হচ্ছে ইউরোপের দেশে যাওয়া পড়াশোনা করার জন্য। তা হতে পারে অনার্স বা মাস্টার্স করার জন্য। এজন্য সবারই একটি কমন প্রশ্ন থাকে যে জার্মানিতে যেতে IELTS স্কোর লাগবে কি না। উত্তর হচ্ছে আপনি অনার্স বা মাস্টার্স যাই করতে জার্মানিতে যেতে চান না কেনো আপনাকে IELTS করতে হবে। তবে আপনি যদি জার্মান ভাষাভিত্তিক কোনো কোর্স করেন তাহলে আপনার IELTS এর প্রয়োজন নেই। জার্মানি যেতে IELTS কত পয়েন্ট লাগবে তা সম্পূর্ণ নির্ভর করে ইউনিভার্সিটির ধরনের উপর। মানে হচ্ছে আপনি যদি ভালো ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান তাহলে আপনার IELTS স্কোরও ভালো হতে হবে।জার্মানির ভালো ইউনির্ভাসিটিতে পড়তে আপনার IELTS স্কোর হতে হবে কমপক্ষে 6.5। স্নাতক কোর্সের জন্য 6 এবং স্নাতকোত্তর এর জন্য IELTS পয়েন্ট লাগবে 6.0 থেকে 6.5। নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য IELTS পয়েন্ট কত লাগবে তা দেওয়া হলো -
- কোলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে IELTS স্কোর লাগবে 6.0
- বার্লিন বিশ্ববিদ্যালয়েরর জন্য আইইএলটিএস পয়েন্ট লাগবে 6.5
- হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জন্য 6.5
- ইউনির্ভাসিটি অফ ইউএলএম এর জন্য পয়েন্ট 6.5
- মিউনিখের কারিগরি বিশ্ববিদ্যালয়ের জন্য 6.5
- লুভভিগ ম্যাক্সিমিলিনিয়াস বিশ্ববিদ্যালয়ের জন্য 5.5
মূলত আইইএলটিএস পয়েন্ট নির্ভর করে থাকে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এর উপরে। যেসব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে প্রথম দিকে রয়েছে সেগুলোতে বেশি পয়েন্ট লাগে আর যেগুলো র্যাংকিংয়ে নিচের দিকে রয়েছে সেগুলোর পয়েন্ট লাগে কমপক্ষে 5.5।
আরও পড়ুনঃ হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা
জার্মানিতে স্টুডেন্টস ভিসা যোগ্যতা
পৃথিবীর উন্নত শিক্ষাব্যবস্থা যেসকল দেশে রয়েছে তার মধ্যে জার্মানি অন্যতম। জার্মানিতে স্টুডেন্টস ভিসা যোগ্যতা বলতে সাধারণত কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলোকে বোঝায়৷ নিচে তা দেওয়া হলো :
- পাসপোর্ট সাইজের ছবি
- হেল্থ ইন্স্যুরেন্স
- একটি বৈধ পাসপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- জাতীয় পরিচয়পত্র
- আপনি যদি ডিপ্লোমা কোর্সের আবেদন করেন তাহলে অবশ্যই ভাষা শিক্ষার সার্টিফিকেট,আর যদি অনার্স বা মাস্টার্স এর জন্য আবেদন করেন তাহলে IELTS স্কোর।
- ভিসা ফি
- মোটিভেশনাল লেটার
- ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট (আপনার ব্লক অ্যাকাউন্টে ১১,৯০৪ ইউরো থাকতে হবে)
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট
সুতরাং উপরোক্ত ডকুমেন্টস গুলো আপনার জার্মানির স্টুডেন্টস ভিসা পেতে প্রয়োজন হবে।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়
জার্মানিতে স্টুডেন্টস ভিসা আবেদন
জার্মানি স্টুডেন্ট ভিসায় আবেদন করার জন্য আপানকে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সংগ্রহ করে হবে। তারপর নিকটবর্তী জার্মান এম্বাসি ব কনস্যুলেট বা ভিসা সেন্টারে যেতে হবে ভিসার সকল রিকোয়ারমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট জানার জন্য। কাগজপএ সবকিছু ঠিক থাকলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ডকুমেন্টস গুলো সাবমিট করার পূর্বে অবশ্যই দ্বিতীয় বার চেক করতে নিবেন কোনো ধরনের ভূল আছে কি না। ভিসা ইন্টারভিউ এর পূর্বে ভিসা ফি পরিশোধ করুন৷ ভিসা ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে ভিসার জন্য অপেক্ষা করতে হবে। মূলত জার্মান এম্বাসিতে যেতে স্টুডেন্টস ভিসা আবেদন করার জন্য।
আরও পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
জার্মান স্টুডেন্টস ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে
জার্মান স্টুডেন্টস ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে তা নির্ভর করে থাকে জার্মান এম্বাসি এবং কনস্যুলেটের উপরে।সাধারণত জার্মান স্টুডেন্ট ভিসা প্রসেসিং হতে ৪ থেকে ১২ সপ্তাহের মতো সময় লাগে। একেক দেশের জন্য ভিসা প্রসেসিং একেক রকম সময়ে হয়ে থাকে।
- চায়নাতে ভিসা প্রসেসিং সময় লাগে ৫ সপ্তাহ।
- ভারতে ভিসা প্রসেসিং হতে সময় লাগে ১২ সপ্তাহ
- রাশিয়াতে সময় লাগে ৬ থেকে ৮ সপ্তাহ
- মিশরে জার্মান ভিসা প্রসেসিং হতে কমপক্ষে ৪ সপ্তাহ।
- কলম্বিয়াতে ভিসা প্রসেসিং হতে তিন মাসের বেশি সময় লাগে।
- মেক্সিকোতে সময় লাগে ৪ থেকে ৮ সপ্তাহ
- বাংলাদেশে ভিসা প্রসেসিং সময় লাগে কমপক্ষে ৬ সপ্তাহ
- শ্রীলঙ্কাতে সময় লাগে ৩ মাস
- আরব আমিরাতে ভিসা প্রসেসিং হতে ৭ কর্মদিবস থেকে ১২ সপ্তাহের মতো সময় লাগতে পারে।
- পাকিস্তানে ভিসা প্রসেসিংয়ে সময় লাগে ৪ থেকে ১২ সপ্তাহ।
- নেপালে ভিসা প্রসেসিং হতে সময় লাগে ৪ থেকে ৭ সপ্তাহ।
উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, একেক দেশের ভিসা প্রসেসিং একেক রকম সময়ে হয়ে থাকে। ভিন্ন ভিন্ন দেশের জার্মান স্টুডেন্ট ভিসা প্রসেসিং সময় জানতে গুগলে দেশের নাম লিখে সার্চ করুন।
আরও পড়ুনঃ যুক্তরাজ্য ওয়ার্ক পারমিট ভিসা
স্টুডেন্ট ভিসায় কি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া সম্ভব?
একজন বাংলাদেশী হিসেবে স্টুডেন্ট ভিসায় জার্মানি যেয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন না। পড়াশোনা শেষ করার পর আপনি যদি জার্মানিতে চাকরি করেন তাহলে ইইউ ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি আপনার পড়াশোনা শেষ করার পর কোনো ধরনের চাকরি খোঁজে না পান তাহলে আপনাকে ৬ মাস সময় দেওয়া হবে চাকরি খোঁজার জন্য। তারমধ্যে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন যা পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্টে পরিণত হবে।
আরও পড়ুনঃ বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
স্টুডেন্ট ভিসায় কি ফ্যামিলির সদস্যদের জার্মানিতে আনা সম্ভব
স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসার পর অনেকের এরকম চিন্তা ভাবনা থাকে যে সে জার্মানিতে সেটেল হয়ে তার পরিবারের সদস্যদেরও জার্মানিতে নিয়ে আসবে। এটা নিঃসন্দেহে একটি ভালো পরিকল্পনা। আপনি যদি স্টুডেন্ট ভিসায় ফ্যামিলির সদস্যদের জার্মানিতে আনতে চান তাহলে কতগুলো নিয়ম মানতে হবে যেমন-
- আপনার একটি বৈধ রেসিডেন্ট পারমিট থাকতে হবে।
- যদি আপনি আপনার পার্টনারকে জার্মানিতে আনতে চান তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে।
- জার্মানিতে থাকা অবস্থায় আপনার নিজেকে এবং পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতা করতে হবে।
স্টুডেন্ট ভিসায় পড়াশোনা শেষ করার পর ফ্যামিলির সদস্যদের জার্মানিতে আনতে আপনাকে জার্মান ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
জার্মানিতে স্টুডেন্ট ভিসা খরচ
বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে চাওয়া স্টুডেন্টদের একটি প্রশ্ন হচ্ছে জার্মানিতে স্টুডেন্ট ভিসা খরচ কত? স্টুডেন্ট ভিসা করার জন্য আপনি যদি এজেন্সির সাহায্য নেন তাহলে বেশি টাকা খরচ পড়বে আর যদি নিজে নিজে সবকিছু করেন তাহলে অনেক কম টাকা খরচ পড়বে। সাধারণত বাংলাদেশ থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে ৫ থেকে ৭ লক্ষ টাকার মতো খরচ পড়বে। এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্য বিমা,সার্টিফিকেট ভেরিফিকেশন ফি,বিমানের টিকিট বুকিং ফি,এজেন্সি ফি,ভিসা আবেদন ফি ইত্যাদি। তাছাড়া স্টুডেন্ট ভিসায় যেতে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক একাউন্টে দেখাতে হবে।
আরও পড়ুনঃ মানসিক রোগ থেকে মুক্তির উপায়
জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
জার্মানির যেসকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো টিউশন ফি নেওয়া হয় না।নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি দেওয়া হলো :
- RWTH আচেন বিশ্ববিদ্যালয় টিউশন ফি €1095
- GISMA বিজনেস স্কুল টিউশন ফি€20,000
- এসআরএইচ হুঁশচুল বার্লিন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি €10,000
- কোড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস টিউশন ফি হচ্ছে€9800
- মিউনিখ বিজনেস স্কুলের টিউশন ফি €24,000
- EBC Hochschule টিউশন ফি হচ্ছে €10,000
- ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ইউরোপ টিউশন ফি €1400
- মিউনিখের লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় টিউশন ফি €300
- মিউনিখের কারিগরি বিশ্ববিদ্যালয় টিউশন ফি হচ্ছে €258
- হামবোল্ট ইউনিভার্সিটি বার্লিন টিউশন ফি হচ্ছে €685
- বার্লিন প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় টিউশন ফি €308
- বার্লিন ফ্রি ইউনিভার্সিটি টিউশন ফি €311
সুতরাং, উপরে কতকগুলো বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি দেওয়া হলো। এই তথ্যগুলো থেকে নিশ্চয় জার্মানিতে টিউশন ফি কত হতে পারে সে সম্পর্কে ধারণা হলো। তবে বিদেশী স্টুডেন্টদের এই ফি নেওয়া হয় না।
আরও পড়ুনঃ জমির খতিয়ান বের করার নিয়ম
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: জার্মানির স্টুডেন্ট ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে?
উত্তর: জার্মানির স্টুডেন্ট ভিসা প্রসেসিং হতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে।
প্রশ্ন ২:জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা ব্লক একাউন্ট দেখাতে হয়?
উত্তর: জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে ১১,৯০৪ ইউরো ব্লক একাউন্টে দেখাতে হয়।
প্রশ্ন ৩: জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে?
উত্তর:জার্মানিতে যেতে IELTS কমপক্ষে 6.5 লাগবে।
প্রশ্ন ৪:জার্মানির স্টুডেন্ট ভিসার আবেদন ফি কত?
উত্তর:জার্মানির স্টুডেন্ট ভিসার আবেদন ফি হচ্ছে ৭৫ ইউরো।
প্রশ্ন ৫:স্টুডেন্ট ভিসায় কি জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যায়?
উত্তর:অবশ্যই, স্টুডেন্ট ভিসায় জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যায়। তবে পড়াশোনা শেষ করে জার্মানিতে চাকরি করতে হবে।
আরও পড়ুনঃ মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে এবং এ সম্পর্কিত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য অবশ্যই আইইএলটিএস স্কোর প্রয়োজন।এজন্য প্রথমে আইইএলটিএস স্কোর করুন এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সংগ্রহ করে জার্মানি স্টুডেন্ট ভিসার আবেদন করুন।আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url