মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা
মহাখালী কলেরা হাসপাতাল দেশের একটি শীর্ষস্থানীয় হাসপাতাল।এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে ডায়রিয়া রোগের চিকিৎসার জন্য।মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা অনেকেই জানতে চায়। আমাদের আজকের এই আর্টিকেলে মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা নিয়ে আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করবো-মহাখালী কলেরা হাসপাতাল যাওয়ার উপায়, মহাখালী সকল হাসপাতাল তালিকা ইত্যাদি।
আর্টিকেল সূচিপত্র - মহাখালী কলেরা হাসপাতাল সংশ্লিষ্ট সূচিপত্র
- মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা
- মহাখালী কলেরা হাসপাতাল যাওয়ার উপায়
- মহাখালী সকল হাসপাতাল তালিকা
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
আরও পড়ুনঃ কলেরা রোগের প্রতিকার ও প্রতিরোধ
মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা
মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা পোস্টের শুরুতেই আলোচনা করবো। মহাখালী কলেরা হাসপাতাল ঢাকার মহাখালীতে অবস্থিত। হাসপাতালটি শহীদ তাজউদ্দীন আহমদ সরণি,৬৮,মহাখালী,ঢাকা-১২১২,বাংলাদেশ অবস্থিত।
ফ্যাক্স:
222277077,+222277075
ফোন:
+880 (0)2-2222-77001 to 10
PABX:
16340
আরও পড়ুনঃ ডায়রিয়া হলে করণীয় কি
মহাখালী কলেরা হাসপাতাল যাওয়ার উপায়
মহাখালী কলেরা হাসপাতাল যাওয়ার অনেক গুলো উপায় রয়েছে। আপনি এয়ারপোর্ট,গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী থেকে কলেরা হাসপাতাল আসার জন্য সরাসরি বাসে করে আসতে পারেন। আবার আপনি গাবতলি থেকেও সহজে মহাখালী আসতে পারবেন। এক্ষেত্রে মহাখালী এসে লোকাল বাসে করে ২০ টাকা ভাড়া নিবে মহাখালী রেইলগেইট আসবেন । রেইলগেইট আসার পর রাস্তার অপর পাসেই মহাখালী হাসপাতাল দেখতে পাবেন। সায়েদাবাদ,যাএাবাড়ি এলাকা থেকে কলেরা বাসে আসতে লোকাল বলাকা বাসে ৩০ টাকা ভাড়া লাগবে। বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কলেরা হাসপাতাল আসার জন্য প্রথমে এয়ারপোর্টে আসবেন।
এয়ারপোর্টে আসার পর এখান থেকে বলাকা বা আজমিরি বাসে উঠে কলেরা হাসপাতালের সামনে নামিয়ে দিবে। ভাড়া লাগবে ২০ টাকা। আবার কমলাপুর থেকেও মহাখালী আসতে পারেন এবং ভাড়া লাগবে ৩০ টাকা। বাংলাদেশের সবচেয়ে ভালো ডায়রিয়ার চিকিৎসা হয়ে থাকে ডায়রিয়া হাসপাতালে। এই হাসপাতালে আসলে আপনার কোনো দালালের প্রয়োজন হবে না। দালালের সাহায্য ছাড়া এখানে অনেক ভালো ডায়রিয়া চিকিৎসা করাতে পারবেন।
আপনি যদি একদমই না জেনে থাকেন যে কিভাবে কলেরা হাসপাতালে আসবেন তাহলে প্রথমে গুগল ম্যাপসে যাবেন। গুগল ম্যাপসে আসার পর আপনার লোকেশন এবং ডায়রিয়া হাসপাতাল মহাখালী লিখবেন। তারপর সার্চ করে দেখবেন আপনার জায়গা থেকে কলেরা হাসপাতালের দূরত্ব কত এবং কোন মাধ্যমে যেতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। এভাবেই আপনি মহাখালী কলেরা হাসপাতাল খোঁজে পেতে পারেন।
আরও পড়ুনঃ মানসিক রোগ থেকে মুক্তির উপায়
মহাখালী সকল হাসপাতাল তালিকা
মহাখালীতে প্রচুর হাসপাতাল রয়েছে। এই পর্যায়ে আপনি মহাখালির সকল হাসপাতাল সম্পর্কে জানতে পারবেন।
১.ইনফেকশিয়াস ডিজিজ হাসপাতাল, মহাখালী
২.ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ অফ দা চেস্ট এন্ড হসপিটাল
ফোন:02-7914409,২৪ ঘন্টা খোলা থাকে।
লোকেশন:TB Gate Rd, Dhaka 1212
৩.জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সিটিউট হাসপাতাল
৪.সাহিক হাসপাতাল(নাক,কান,গলা বিশেষজ্ঞ)
এই হাসপাতালটি সকাল ৮ টায় খোলা হয় এবং বিকেল ২ টায় বন্ধ হয়ে যায়। শুক্রবার বন্ধ থাকে।
ফোন:01754-867188
লোকেশন:Institute of Public Health Road, Dhaka 1212
৫.ন্যাশনাল গ্যাস্টোলিভার ইন্সটিটিউট এন্ড হসপিটাল
লোকেশন:2nd floor, B/A, 73 Wireless Gate Rd, Dhaka 1212
ফোন:01863-555909
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সকাল ৮টায় খোলা হয় এবং রাত ১০ টায় হাসপাতালটি বন্ধ হয়ে যায়।
৬.মহাখালী ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল
লোকেশন:Dhaka 1212
ফোন:02-41080541
৭.উনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড
লোকেশন:74G/75, Pea-cock Square, New Airport Road, Dhaka 1215
হাসপাতালটি সপ্তাহে ৭ দিনই খোলা থাকে।
ফোন: 01841-480000
৮.শায়েক হসপিটাল
লোকেশন:QCH4+259, Dhaka 1212
ফোন:01753-195286
হাসপাতালটি সপ্তাহে ৭ দিন খোলা থাকে। সকালে ৯ টা থেকে বিকাল ৫ টা।
৯.ন্যাশনাল চেস্ট ডিপার্টমেন্ট
ফোন:02-55067131
লোকেশন:Dhaka 1212
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
১০.ন্যাশনাল সেন্টার ফর হিয়ারিং এন্ড স্পিস ফর চিল্ড্রেন
লোকেশন:Mohakhali Health Complex, Unnamed Road, Dhaka 1212
ফোন:02-9842007
শুক্রবার ব্যাতীত বাকী দিনগুলো খোলা থাকে এবং সকাল ৮ টায় খোলা হয় ও বিকাল ৫ টায় বন্ধ হয়ে যায়।
১১.কুষ্ঠ নিয়ন্ত্রণ ইন্সটিটিউট এন্ড হসপিটাল
লোকেশন:QCH5+RJX, TB Gate Rd, Dhaka 1212
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
১২.ডক্টরস সাপোর্ট সেন্টার
লোকেশন:74, B/A, Wierless Gate, Mohakhali, C/A, ঢাকা, 1212
ফোন:01857-429959
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
১৩.ক্যান্সার হোম
লোকেশন:53 Mohakhali, oposite TB gate water tank., Dhaka 1212
শুক্রবার বন্ধ থাকে। বাকী দিনগুলোতে সকাল ৯ টায় খোলা হয় এবং রাত ৯ টায় বন্ধ হয়ে যায়।
ফোন:02-9861111
১৪.লাইফ কেয়ার মেডিকেল সেন্টার, ঢাকা
লোকেশন:JA 28, 8-D Bir Uttam AK Khandakar Rd, Dhaka 1212
ফোন:01772-615256
হাসপাতালটি সপ্তাহে ৭ দিন খোলা থাকে। ৭.৩০ এ হাসপাতাল খোলা হয় এবং রাত ১০.৩০ এ বন্ধ হয়ে যায়।
১৫.ন্যাশনাল অ্যাজমা সেন্টার
লোকেশন:QCG5+FQ7, TB Gate Rd, Dhaka 1212
ফোন:02-55067131
সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে।
১৬.আল মাদিনা মেডিকেল সার্ভিসেস
লোকেশন:4 Mohakhali, Amtoli, Mohakhali C/A Dhaka, 1212
ফোন:02-9886202
১৭.লাইফলাইন মেডিকেল সার্ভিস লিমিটেড
লোকেশন:Rahman Mansion, 75 Wireless Gate Rd, Dhaka 1212
ফোন:+971 50 146 3176
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সকাল ৫ টায় হাসপাতাল খোলা হয় এবং রাত ১০ টায় বন্ধ হয়ে যায়।
১৮.মেট্রোপলিটন মেডিকেল সেন্টার লিমিটেড
লোকেশন:46, Shaheed Taj Uddin Ahmed Sarani Tangail Bus Stand Er Kache, Dhaka 1212
ফোন:01718-237035
সপ্তাহে ২৪ ঘন্টা খোলা থাকে।
১৯.রাফা মেডিকেল সার্ভিসেস
লোকেশন:50 Bir Uttam AK Khandakar Rd, Dhaka 1212
ফোন:01715-090807
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
২০.অপিডি ডিপার্টমেন্ট
লোকেশন:Q9GX+MJV, Shaheed Tajuddin Ahmed Ave, Dhaka 1212
ফোন:02222-277138
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
২১.মেডিকেল ইন্সপেকশন রুম
লোকেশন:Q9MW+GP7, Dhaka 1212
ফোন:01972-151784
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
২২.ব্লুস্কে হেলথ লিমিটেড
লোকেশন:গুলশান ভবন, জ- ২৮/ ৮/ সি, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী টিবি গেট (ব্র্যাক সেন্টারের বিপরীতে), ঢাকা 1212
ফোন:01948-003000
সপ্তাহে ৭দিন খোলা থাকে। সকাল ৮ টায় খোলা হয় এবং রাত ১০ টায় বন্ধ হয়ে যায়।
২৩. রিলায়েন্স মেডিকেল সার্ভিসেস
লোকেশন:QCJ5+677, Dhaka 1212
ফোন:02-9887366
সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
সুতরাং উপরোক্ত সবগুলো হাসপাতাল মহাখালীতে অবস্থিত। এসব হাসপাতালে আপনি আপনার রোগীকে নিয়ে যেতে পারেন ভালো চিকিৎসার জন্য।
আরও পড়ুনঃ জমজমের পানি খাওয়ার নিয়ম
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: মহাখালী কলেরা হাসপাতাল কোন জায়গায় অবস্থিত?
উত্তর: মহাখালী কলেরা হাসপাতাল শহীদ তাজউদ্দীন আহমদ সরণি,৬৮,মহাখালী,ঢাকা-১২১২,বাংলাদেশ অবস্থিত।
প্রশ্ন ২: মহাখালী কলেরা হাসপাতাল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মহাখালী কলেরা হাসপাতাল ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন ৩: মহাখালী কলেরা হাসপাতালে কোন রোগের চিকিৎসা করা হয়?
উত্তর: মহাখালী কলেরা হাসপাতালে ডায়রিয়া এবং কলেরা রোগের সবচেয়ে ভালো চিকিৎসা প্রদান করা হয়।
প্রশ্ন ৪:মহাখালী কলেরা হাসপাতাল কখন চালু ও বন্ধ হয়?
উত্তর: মহাখালী কলেরা হাসপাতাল সপ্তাহে ৬দিন ৮.৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বন্ধ থাকে।
আরও পড়ুনঃ হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে মহাখালী কলেরা হাসপাতাল ঠিকানা এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ার পর আপনি সহজেই মহাখালী হাসপাতালে যেতে পারবেন এবং মহাখালীর অন্যান্য হাসপাতালের তথ্যও প্রয়োজন হলে খোঁজে পেতে পারবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url