[মরিশাস ভিসা কবে খুলবে?আপডেটসহ জানুন]
মরিশাস হচ্ছে আফ্রিকার একটি দেশ। কাজের ভিসা নিয়ে অনেকেই মরিশাস যেতে চায়। কিন্তু বর্তমানে মরিশাসের কাজের ভিসা বন্ধ রয়েছে। আমাদের আজকের এই আর্টিকেলে মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে আলোচনা করবো। কাজেই মরিশাস ভিসা কবে খুলতে জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন৷
তাছাড়া আরো আলোচনা করবো-মরিশাস যেতে কত টাকা লাগে,মরিশাস ভিসার দাম কত,মরিশাসে কাজের বেতন কত,মরিশাস যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র,মরিশাসে কোন কাজের চাহিদ বেশি,মরিশাসের ১ টাকা বাংলাদেশের কত টাকা,মরিশাস ভিসা চেক ইত্যাদি।
আর্টিকেল সূচিপত্র - মরিশাস ভিসা কবে খুলবে সংশ্লিষ্ট সূচিপত্র
- মরিশাস ভিসা কবে খুলবে
- মরিশাস যেতে কত টাকা লাগে
- মরিশাস ভিসার দাম কত
- মরিশাসে কাজের বেতন কত
- মরিশাস যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
- মরিশাসে কোন কাজের চাহিদ বেশি
- মরিশাসের ১ টাকা বাংলাদেশের কত টাকা
- মরিশাস ভিসা চেক
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
আরও পড়ুনঃ দুবাই ভিসা কবে খুলবে?
মরিশাস ভিসা কবে খুলবে
মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে আর্টিকেলের শুরুতেই আলোচনা করবো-
কোভিড-১৯ এর কারণে অনেক দেশ তাদের ভিসানীতি পরিবর্তন করেছে। ঠিক তেমনি মরিশাসও ভিসা নীতি পরিবর্তন করার কারণে বাংলাদেশীদের জন্য কাজের ভিসা বন্ধ রয়েছে। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা চালু রয়েছে। আপনি চাইলে এসব ভিসায় মরিশাসে যেতে পারেন। অনেক দালাল ও এজেন্সি মরিশাসের কাজের ভিসা আংশিক চালু রয়েছে বলে থাকেন এবং মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
তবে বাংলাদেশ সরকার এবং মরিশাসের সরকারের মধ্যে যদি চুক্তি হয় তাহলে অতি তাড়াতাড়ি বাংলাদেশীদের জন্য মরিশাস কাজের ভিসা খুলতে পারে। আবার মরিশাসে বিভিন্ন খাতে যদি শ্রমিকের ঘাটতি পড়ে তাহলেও বৈদেশিক শ্রমিক নিতে পারে। তবে মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে সঠিক তথ্য এখনো দেশটি ঘোষণা দেয় নি। যদি মরিশাসের ভিসা খুলে তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনারা মরিশাসের দূতাবাসে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ বাহরাইন যেতে কত টাকা লাগে?
মরিশাস যেতে কত টাকা লাগে
মরিশাস যেতে কত টাকা লাগে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। আপনি যদি দালালের মাধ্যমে যান তাহলে একরকম খরচ, আবার সরকারিভাবে যেতে আরেকরকম খরচ। তবে সবকিছু মিলিয়ে আপনার মরিশাস যেতে ৬ থেকে ৭ লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে। আপনি যদি সরকারিভাবে মরিশাস যেতে চান তাহলে আপনার অনেক কম টাকা মানে ১ লক্ষ টাকার মধ্যেই সবকিছু হয়ে যাবে। অফ সিজনে মরিশাসের বিমান ভাড়া অনেক কম থাকে যেমন ৩০ থেকে ৪০ হাজার টাকা।এজেন্সির উপর নির্ভর করে মরিশাস যেতে ৭ লক্ষ থেকে শুরু করে ৯ লক্ষ লাগতে হতে পারে।
আরও পড়ুনঃ জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে?
মরিশাস ভিসার দাম কত
মরিশাস ভিসার চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে এর দামও প্রতিনিয়তই বাড়ছে। ভিসার দাম কত হবে তা সম্পূর্ণ নির্ভর করে থাকে ভিসার ধরনের উপর। ভিসার দাম শুরু হতে পারে সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৬ লক্ষ পর্যন্ত।চলুন একনজরে মরিশাসের কয়েকটি ভিসার দাম সম্পর্কে জেনে নেই -
- মরিশাসের একটি কাজের ভিসার দাম হয়ে থাকে ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা।
- মরিশাস ফ্যামিলি ভিসা প্রদান করে থাকে এবং ফ্যামিলি ভিসার দাম নির্ভর করে সদস্য সংখ্যার উপর। ফ্যামিলি ভিসার দাম ১ লক্ষ ৫০ হাজার থেকে শুরু করে ৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
- মরিশাসের টুরিস্ট ভিসার দাম হয়ে থাকে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত।
- স্টুডেন্ট ভিসার দাম হয়ে থাকে ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার।
আশা করছি মরিশাসের ভিসার দাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিসার দাম অনেক সময় কম বেশিও হয়ে থাকে। আপনি যদি ভিসার খরচ কমাতে পারেন তাহলে আপনার যাওয়ার খরচও কমাতে পারবেন।
আরও পড়ুনঃ ইতালি ও বাংলাদেশের সময়ের প্রার্থক্য
মরিশাসে কাজের বেতন কত
কাজের উদ্দেশ্যে যারা মসিশাসে যাবেন তারা অবশ্যই মরিশাসে কাজের বেতন সম্পর্কে জেনে তবেই যাবেন। মরিশাসের সর্বনিম্ন বেতন হচ্ছে এিশ হাজার টাকা। বেতনের পরিমাণ নির্ভর করে থাকে কাজের ধরনের উপর। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন তাহলে বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে ৫০ হাজার টাকা।আবার যদি ড্রাইভার হিসেবে কাজ করতে চান তাহলে বেতন পাবেন ৩০ থেকে ৫০ হাজার টাকা। আবার ফার্নিচার, রেস্তোরাঁয় কাজ,ক্লিনার হিসেবে কাজ করলে আপনার বেতন হবে ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে। আপনার মেইন কাজের পাশাপাশি আপনি যদি ওভারটাইম করেন তাহলে আরো এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন।
আরও পড়ুনঃ হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা
মরিশাস যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
মরিশাস যাওয়ার জন্য প্রথমে ভিসার আবেদন করতে হবে। ভিসার আবেদনে প্রয়োজন বেশকিছু কাগজপত্রের। চলুন মরিশাস যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুলো দেখে নেই -
- কাজের অফার লেটার
- জাতীয় পরিচয় পএের ফটোকপি
- ছবি (পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা)
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপএ
- পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬ মাস থাকতে হবে)
- ব্যাংক স্টেটমেন্ট
- করোণা ভ্যাকসিনের সনদ
মরিশাস ভিসা পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলোর প্রয়োজন হবে।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়
মরিশাসে কোন কাজের চাহিদা বেশি
মরিশাসে যাওয়ার পূর্বে অবশ্যই মরিশাসে কোন কাজের চাহিদা বেশি সেসব সম্পর্কে জেনে তবেই যাবেন। এতে করে আপনি আপনার যোগ্যতা ও দক্ষতা বাড়াতে পারবেন। যেসব কাজের চাহিদা বেশি সেগুলো হচ্ছে -
- ফুড প্যাকেজিং
- কন্সট্রাকশন
- রেস্টুরেন্টের কাজ
- ফার্ণিচারের কাজ
- কোম্পানি সেলারের কাজ
- ইলেকট্রনিক্সের কাজ
- ড্রাইভিং এর কাজ
- ক্লিনারের কাজ
উপরোক্ত কাজগুলোর দেশটিতে অনেক বেশি চাহিদা রয়েছে। আপনি যদি অভিজ্ঞতা অর্জন করেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
আরও পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
মরিশাসের ১ টাকা বাংলাদেশের কত টাকা
মরিশাসের ১ টাকা বাংলাদেশের কত টাকা এই সম্পর্কে সকলেই জানতে চায়। মরিশাসের মুদ্রার নাম হচ্ছে মরিশাস রুপি। মরিশাসের ১ মরিশাস রুপি হচ্ছে বাংলাদেশের ২.৬২ টাকা। আবার বাংলাদেশের ১ টাকা মরিশাসের ০.৩৮ মরিশাস রুপি।
মরিশাস গার্মেন্টস বেতন:
মরিশাসে যারা গার্মেন্টস কর্মী হিসেবে যায় তাদের একটি জিজ্ঞাসা হচ্ছে মরিশাসে গার্মেন্টস শ্রমিকদের কত টাকা বেতন দেওয়া হয়৷ মরিশাসে একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ৪০ হাজার টাকার উপরে হয়ে থাকে। তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন কম বেশি হয়ে থাকে।
আরও পড়ুনঃ যুক্তরাজ্য ওয়ার্ক পারমিট ভিসা
মরিশাস ভিসা চেক
মরিশাস ভিসা আপনি অনলাইনে চেক করতে পারেন আবার অফলাইনেও চেক করতে পারেন। অফলাইনে যদি মরিশাসের ভিসা চেক করতে চান তাহলে মরিশাস দূতাবাস বা হাইকমিশনারে যোগাযোগ করতে পারেন। আর যদি অনলাইনে চেক করতে চান তাহলে আপনার হাতে থাকা ফোন বা ডেক্সটপের গুগল ক্রোম ব্রাউজারে যান। তারপর সার্চবারে যেয়ে www.wpgovmu.com এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবেন। ক্লিক করার পর আপনার সামনে ওয়ার্ক পারমিট নামে একটি লিখা চলে আসবে। তারপর আপনার ওয়ার্ক পারমিটের সকল তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করে নিবেন। এভাবে আপনি আপনার ভিসাটি চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: মরিশাসের ভিসা পেতে কত দিন সময় লাগে?
উত্তর:মরিশাসের ভিসা পেতে ৭ কর্মদিবস থেকে ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে৷
প্রশ্ন ২:মরিশাসের মুদ্রার নাম কি?
উত্তর:মরিশাসের মুদ্রার নাম হচ্ছে মরিশাস রুপি।
প্রশ্ন ৩: মরিশাসের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
উত্তর:মরিশাসের ১ রুপি বাংলাদেশের ২.৬২ টাকা।
প্রশ্ন ৪:মরিশাস ভিসা কবে খুলবে?
উত্তর:মরিশাস ভিসা কবে খুলবে তার কোনো সঠিক আপডেট এখনো দেওয়া হয়নি।
প্রশ্ন ৫:বাংলাদেশ থেকে মরিশাসের দূরত্ব কত?
উত্তর:বাংলাদেশ থেকে মরিশাসের দূরত্ব হচ্ছে ৬,০৪৬ কিলোমিটার।
প্রশ্ন ৬:মরিশাস কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: মরিশাস আফ্রিকা মহাদেশে অবস্থিত।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে মরিশাস ভিসা কবে খুলবে এবং তার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই সবকিছু জেনে শুনে তবেই যাবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url