[ভারতের প্রদেশ কয়টি ও কি কি জেনে নিন]
দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হচ্ছে ভারত।বিশ্বের সর্বাপ্রেক্ষা জনবহুল হচ্ছে এই দেশটি।ভারত যেহেতু আমাদের প্রতিবেশী একটি দেশ এজন্য অনেকেই জানতে চায় যে ভারতের প্রদেশ কয়টি ও কি কি৷ আমাদের আজকের এই আর্টিকেলে ভারতের প্রদেশ কয়টি ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করবো - ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল কয়টি ও কি কি, ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য,ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি,ভারতের রাজ্য ও রাজধানী,ভারতের আয়তন কত,ভারত কিভাবে স্বাধীনতা লাভ করে।
আর্টিকেল সূচিপত্র - ভারতের প্রদেশ কয়টি ও কি কি সংশ্লিষ্ট সূচিপত্র
- ভারতের প্রদেশ কয়টি ও কি কি
- ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল কয়টি ও কি কি
- ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য
- ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি
- ভারতের রাজ্য ও রাজধানী
- ভারতের আয়তন কত
- ভারত কিভাবে স্বাধীনতা লাভ করে
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
আরও পড়ুনঃ মরিশাস ভিসা কবে খুলবে?
ভারতের প্রদেশ কয়টি ও কি কি
ভারতের প্রদেশ কয়টি ও কি কি তা নিয়ে আর্টিকেলের শুরুতেই আলোচনা করবো -
ভারত মোট ২৮ টি প্রদেশ এবং ৮ টি কেন্দ্রশাষিত অঞ্চল নিয়ে গঠিত। চলুন ভারতের প্রদেশগুলো সম্পর্কে জেনে নেই -
- মহারাষ্ট্র
- মিজোরাম
- মধ্য প্রদেশ
- মেঘালয়
- সিকিম
- হারিয়ানা
- রাজস্থান
- হিমাচল প্রদেশ
- পাঞ্জাব
- বিহার
- নাগাল্যান্ড
- পশ্চিমবঙ্গ
- মেঘালয়
- এিপুরা
- ঝাড়খন্ড
- তামিলনাড়ু
- অন্ধপ্রদেশ
- আসাম
- অরুণাচল প্রদেশ
- উত্তরাখন্ড
- উত্তর প্রদেশ
- কর্ণাটক
- ওড়িষা
- গোয়া
- গুজরাত
- কেরল
- ছত্তিশগড়
- তেলেঙ্গানা
সুতরাং বলা যায় যে, উপরোক্ত প্রদেশগুলো ভারতে রয়েছে।
আরও পড়ুনঃ দুবাই ভিসা কবে খুলবে ২০২৫
ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল কয়টি ও কি কি
ভারতে কেন্দ্রশাষিত অন্বলগুলো হচ্ছে মোট ৮ টি। যেমন-
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- দিল্লি
- পুদুচেরি
- চন্ডিগড়
- জম্মু ও কাশ্মীর
- লাক্ষ্যদ্বীপ৷
- দাদরা ও নগর হাভেলি ও দমন ও ভিউ
- লাদাখ
উপরোক্ত অঞ্চলগুলো ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল।
আরও পড়ুনঃ বাহরাইন যেতে কত টাকা লাগে?
ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য
ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য সম্পর্কে এই পর্যায়ে আপনি জানতে পারবেন। ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা।২০১৩ সালের ৩ অক্টোবর এই অঙ্গরাজ্যটিকে ঘোষণা দেওয়া হয়েছে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হাইদ্রাবাদ। আধুনিক স্থাপত্য এবং ঐতিহাসিক অনেক নিদর্শনের চিএ এখানে দেখা যায়। এখানকার গোলকোন্ডা দূর্গ পর্যটকদের অনেক আকর্ষণ করে। তেলাঙ্গানায় মুসলিম ঐতিহ্য এবং সংস্কৃতির প্রভাব অনেক স্পষ্ট। তেলেঙ্গানা রাজ্যের নিজস্ব সংস্কৃতি প্রদেশটিকে আলাদা করে।
আরও পড়ুনঃ জার্মানিতে যেতে IELTS কত পয়েন্ট লাগে?
ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি
আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। রাজস্থানের আয়তন হচ্ছে ৩ লক্ষ ৪২ হাজার ২৩৯ বর্গকিলোমিটার। এই রাজ্যটি পাকিস্তানের সীমানা সংলগ্ন ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত।রাজস্থানের রাজধানীর নাম হচ্ছে জয়পুর। এই রাজ্যে মোট ৩৩ টি জেলা রয়েছে। রাজস্থানের বিধানসভার মোট আসনসংখ্যা হচ্ছে ২০০। রাজস্থানের ভাষা হচ্ছে রাজস্থানী, হিন্দি এবং পাঞ্জাবি। এই রাজ্যটি বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত। বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাজস্থানে অবস্থিত৷রাজস্থানে পর্যটন শিল্পের প্রচুর চাহিদা রয়েছে এবং সারাবছরই বিদেশী পর্যটকদের আনাগোনা চলে।হস্ত ও কারুশিল্পের বিকাশও রাজস্থানে রয়েছে।
ভারতের রাজ্য ও রাজধানী
ভারতের ২৮টি রাজ্য রয়েছে এবং এসব রাজ্যের রাজধানীর নাম নিচে দেওয়া হলো -
রাজ্য- রাজধানী
১.পশ্চিমবঙ্গ - কলকাতা
২.নাগাল্যান্ড- কোহিমা
৩.পাঞ্জাব - চন্ডিগড়
৪.তামিলনাডু - চেন্নাই
৫.মহারাষ্ট্র -মুব্বাই
৬.এিপুরা- আগরতলা
৭.তামিলনাডু- চেন্নাই
৮.সিকিম-গ্যাংকট
৯.উওর প্রদেশ-লখনউ
১০.অন্ধ্র প্রদেশ- অমরাবতী
১১.আসাম - দিসপুর
১২.ঝাড়খণ্ড -রাঁচি
১৩.কর্ণাটক- বঙ্গালুরু
১৪.হিমাচল প্রদেশ - সিমলা
১৫.মেঘালয় - শিলং
১৭.তেলেঙ্গানা - হাইদ্রাবাদ
১৮.কেরালা- তিরবন্তুপুরম
১৯.গোয়া- পানাজি
২০.মণিপুর- ইম্ফল
২১.মধ্যপ্রদেশ - ভোপাল
২২.অরুণাচল প্রদেশ- ইটানগর
২৩.ছএিশগড় - রায়পুর
২৪.নাগাল্যান্ড - কোহিমা
২৫.উওরাখন্ড- দেরাদুন
২৬.বিহার - পাটনা
২৭.হিমাচল প্রদেশ - সিমলা
২৮.গুজরাট- গান্ধীনগর
আরও পড়ুনঃ হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা
ভারতের আয়তন কত
পৃথিবীর সপ্তম বৃহওম দেশ হচ্ছে ভারত। এশিয়ার মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয় যা চীনের পরেই। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। ভারত দেশটির মোট আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। দেশটির পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি হচ্ছে ২,৯০৩ কিলোমিটার এবং উওর থেকে দক্ষিণ দিকে বিস্তৃতি হচ্ছে ৩,২১৪ কিলোমিটার। ভারতের উপকূলভাগের দৈর্ঘ্য হচ্ছে ৭,৫১৭ কিলোমিটার এবং স্থলভাগের পরিসীমা হচ্ছে ১৫,২০০ কিলোমিটার।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়
ভারত কিভাবে স্বাধীনতা লাভ করে
ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস হচ্ছে স্বাধীনতা দিবস। ভারত স্বাধীনতা অর্জন করে ১৯৪৭ সালের ১৫ আগষ্ট। ভারত প্রতিবছর ১৫ আগষ্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। ইউরোপীয় বণিকেরা বাণিজ্য স্থাপন করেছিলো ১৭ শতাব্দীর মধ্যে। ভারতের প্রধান শক্তি হিসেবে বিট্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রতিষ্ঠিত করে। ভারত শাষণ আইন পাস হয় প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর। এর ফলে কোম্পানি শাষণের অবসান ঘটায় ব্রিটিশ রাজশক্তি এবং ভারতের শাষণভার কোম্পানির হাতে তুলে নেয়। তারপর কয়েক দশকের মধ্যে ভারতে এক শিক্ষিত নাগরিক শক্তির উদ্ভব হয়। ভারতের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবকে আইনত বিধিবদ্ধ করা হয় ১৯৩০ এর দশকে। তারপর যে নির্বাচন ব্যবস্থা দেওয়া হয় সেই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস জয়লাভ করে।
ব্রিটিশ সরকার ১৯৪৭ সালের গোড়ার দিকে ঘোষণা করে যে ভারতের ক্ষমতা ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে। স্বাধীনতা ঘোষণার সময় এগিয়ে আসলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামপ্রদায়িক উওেজনা বৃদ্ধি পায়। দাঙ্গা রোধ করার জন্য তৎকালীন ভাইসরয় ক্ষমতা হস্তান্তরের দিন সাত মাস এগিয়ে আনেন। ১৯৪৭ সালের জুন মাসের দিকে তৎকালীন জাতীয় নেতৃত্ববৃন্দ ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। এসময় হিন্দু ও শিখরা ভারতে এবং মুসলমানরা পাকিস্তানে যুক্ত হয়। বাংলা প্রদেশ ও পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে যায়।
হিন্দু শরণার্থী, শিখ ও মুসলমানরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। পাঞ্জাবে শিখ অঞ্চলগুলে দ্বিখণ্ডিত হওয়ার কারণে এক রক্তক্ষয়ী যুদ্ধের জন্ম হয়। এসময় মহাত্মা গান্ধী দাঙ্গা কিছুটা কমাতে সক্ষম হয়েছিলো। তবুও আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষের মতো মানুষজন হতাহত হন। তখন নতুন পাকিস্তান আধিরাজ্যের জন্ম হয়। মোহাম্মদ আলী জিন্নাহ তখন রাষ্ট্রের গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৫ আগষ্টের মধ্যরাতে জওহরলাল নেহেরু নিয়তির সঙ্গে অভিসার অভিভাষণটি প্রদানের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন। এর ফলে জন্ম হয় ভারত অভিরাজ্যের।
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: পৃথিবীর সপ্তম বৃহওম দেশ কোনটি?
উত্তর: পৃথিবীর সপ্তম বৃহওম দেশ হচ্ছে ভারত।
প্রশ্ন ২: ভারতের আয়তন কত?
উত্তর: ভারতের আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।
প্রশ্ন ৩: ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি?
উত্তর: আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান।
প্রশ্ন ৪:ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি?
উত্তর:ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা।
প্রশ্ন ৫:ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল কতটি?
উত্তর: ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল হচ্ছে মোট ৮ টি।
প্রশ্ন ৬:ভারতের প্রদেশ কয়টি?
উত্তর: ভারতের প্রদেশ মোট ২৮ টি।
আরও পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে ভারতের প্রদেশ কয়টি ও কি কি এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি ভারতের রাজ্যগুলো সম্পর্কে সামান্য হলেও জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত,পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন।এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info।ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url