নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়? বিস্তারিত জানুন এক পোস্টে

নরমেনস ট্যাবলেট হচ্ছে জনপ্রিয় একটি পিল।ট্যাবলেটে থাকা প্রধান দুটি হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন ডিম্বাণু নি:সরণ বন্ধ করে দেওয়ার ফলে মাসিক বন্ধ হয়ে যায়। আবার অনিয়মিত মাসিককে নিয়মিত করার জন্যও নরমেনস ট্যাবলেট খাওয়া হয়। কিন্তু মহিলাদের একটি কমন প্রশ্ন হচ্ছে নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়। আমাদের আজকের এই আর্টিকেলে নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় তা নিয়ে বিস্তারিত বর্ণনা করবো। কাজেই শেষ পর্যন্ত পড়ুন। 

নরমেনস-ট্যাবলেট-খাওয়ার-কতদিন-পর-মাসিক-হয়

তাছাড়া আরো জানতে পারবেন -নরমেনস ট্যাবলেটের দাম কত, নরমেনস ট্যাবলেট এর কাজ কি,নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম,নরমেনস ট্যাবলেট খাওয়ার সময় সহবাস করলে কি বাচ্চা হয়,নরমেনস ট্যাবলেট এর উপকারিতা, নরমেনস ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া,নরমেনস ট্যাবলেট খেলে কি মাসিক বন্ধ হয়।

আর্টিকেল সূচিপত্র - নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় সংশ্লিষ্ট সূচিপত্র 

নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় 

নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় এই নিয়ে পোস্টটি শুরুতে বর্ণনা করবো। 
মহিলাদের প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট মাসিক চক্র থাকে। সেটা হতে পারে ২৮,৩০,৩২ দিন। একেক জনের জন্য একেকটি হয়ে থাকে। যেকোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। কেননা একটি ওষুধের অনেক গুলো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। সাধারণত নরমেনস ট্যাবলেট খাওয়ার একুশ থেকে আটাশ দিনের মধ্যে মাসিক হয়ে যায়।সাধারণত তিন সপ্তাহ সময় লাগতে পারে মাসিক শুরু হওয়ার জন্য। নরমেনস ট্যাবলেট আপনি প্রতি মাসের শুরু থেকে হিসাব করে তিন সপ্তাহ বা ২১ দিন খাবেন৷ তারপর এক সপ্তাহ বন্ধ রাখবেন। এই এক সপ্তাহের মধ্যেই আপনার মাসিক হয়ে যাবে৷ আবার আপনার যদি দেরিতে পিরিয়ড হয় এবং পিরিয়ডের তারিখ চলে যায়, পিরিয়ড না হয় সেক্ষেত্রে আপনার যত তারিখ পিরিয়ড হয় তার দুই তিন পূর্বে থেকে দিনে তিনবার করে তিনটি নরমেনস ট্যাবলেট খাবেন। তারপর দুই তিন দিন পর ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিলে পিরিয়ড হয়ে যাবে। 
তারপরও যদি মাসিক শুরু না হয় তাহলে একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। আশা করছি নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় এই প্রশ্নটির উত্তর জানতে পেরেছেন। 

নরমেনস ট্যাবলেটের দাম কত 

এখন জানবেন নরমেনস ট্যাবলেটের দাম সম্পর্কে।  নরমেনস ট্যাবলেট একেক কোম্পানি একেক নামে বিক্রি করে থাকে। নরমেনস ট্যাবলেট এর জেনেরিক নাম সকল ক্ষেত্রে একই তা হচ্ছে নরেথিস্টেরন। তবে নরমেনস নামটি হচ্ছে রেনাটা লিমিটেড এর ব্যান্ড নাম। নরমেনস ট্যাবলেট 5 mg, 10mg হয়ে থাকে। 5 mg এর একটি নরমেনস ট্যাবলেট এর দাম হচ্ছে 6.50 BDT।একটি বক্সে ১০০ টি ট্যাবলেট থাকে। আশা করছি নরমেনস ট্যাবলেট এর দাম সম্পর্কে অবহিত হয়েছেন। 

নরমেনস ট্যাবলেট এর কাজ কি 

মানবদেহের প্রত্যেকটি সিস্টেমই গুরুত্বপূর্ণ তেমনি রিপ্রোডাক্টিব সিস্টেমও তার বাইরে নয়। মূলত মেয়েদের রিপ্রোডাক্টিব সিস্টেমের বিভিন্ন সমস্যার জন্য ডাক্তাররা নরমেনস ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।  নিচে নরমেনস ট্যাবলেটের কয়েকটি কাজ দেওয়া হলো:
  • ব্রেস্ট ক্যান্সার 
  • মেট্রোপেথিক হেমোরেজ
  • এন্ডোমেট্রিওসিস
  • মিন্সট্রুয়াল HRT
  • মেনোরেজিয়া
  • প্রি মিন্সট্রুয়াল সিন্ড্রোম 
  • কন্ট্রাসেপশন 
নরমেনস ট্যাবলেট উপরোক্ত কাজগুলো করে থাকে। তাছাড়া মাসিক জনিত বিভিন্ন সমস্যা যেমন - অনিয়মিত মাসিক বা মসিক বন্ধ হয়ে যাওয়া এসবের জন্যও নরমেনস ট্যাবলেট অনেক ভালো কাজ করে। 

নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম 

নরমেনস-ট্যাবলেট-খাওয়ার-কতদিন-পর-মাসিক-হয়
ডাক্তাররা বিভিন্ন রোগের কারণে নরমেনস ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর এই ট্যাবলেট খাওয়ার নিয়ম জানা অবশ্যই জরুরী। তা না হলে আপনি উপকারের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন। চলুন কোন কোন রোগের জন্য নরমেনস ট্যাবলেট কিভাবে খেতে হয় অর্থ্যাৎ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। 
  • আপনার যদি পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে দিনে তিনবার তিনটি ট্যাবলেট মোট ১০ দিন খেতে হবে। এভাবে ১-৩ দিন খাওয়ার পর আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া বন্ধ হয়ে যাবে। 
  • প্রি মিন্সট্রুয়াল সিনড্রোম সমস্যার জন্য মাসিক চক্রের ১৯-২৬ তম দিনে এক দিনে দুই থেকে তিনটি করে ট্যাবলেট খেতে হবে। 
  • যদি আপনার পিরিয়ড যত তারিখ হওয়ার কথা সেই তারিখে না হয়ে দেরিতে হয় তাহলে যত তারিখ পিরিয়ড হওয়ার সম্ভাব্য তারিখ তার দুই থেকে তিন দিন পূর্বে দিনে তিনবার, একটি ট্যাবলেট খেতে হবে। এভাবে খাওয়ার পর আপনার পিরিয়ড হয়ে যাবে। 
  • ব্যাথাযুক্ত পিরিয়ড হলে আপনার মাসিক সাইকেলের ৫ দিন থেকে দিনে তিনবার করে মোট বিশ দিন খেতে হবে। এভাবে ৩-৪ টি মাসিক চক্র সম্পন্ন করতে হবে। 
  • এন্ডোমেট্রিওসিস সমস্যার জন্য মাসিক চক্রের ৫ম দিন থেকে ২ টি করে নরমেনস ট্যাবলেট খেতে হবে।
  • যাদের সিউডো প্রেগনেন্সি সমস্যা রয়েছে তাদের জন্য তারা মাসিকের ৫ম দিন থেকে শুরু করে দিনে দুইটি করে খাবেন। যদি অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেয় তাহলে ৩-৪ টি করেও খেতে পারবেন। যখন ব্লিডিং কমে যাবে তখন দুইটি করে খাবেন। এভাবে ৫-৬ মাস চলবে। 
সুতরাং বলা যায়, নরমেনস ট্যাবলেটসহ যেকোনো ওষুধ কখনো নিজে নিজে ডাক্তারি করে খাবেন না।ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 

নরমেনস ট্যাবলেট খাওয়ার সময় সহবাস করলে কি বাচ্চা হয় 

অনেকেরই এরকম প্রশ্ন থাকে যে নরমেনস ট্যাবলেট খাওয়ার সময় সহবাস করলে বাচ্চা হয় কি না? নরমেনস ট্যাবলেট খাওয়ার সময় সহবাস করলে বাচ্চা হয় না। কেননা নরমেনস হচ্ছে একটি গর্ভনিরোধক ট্যাবলেট৷ এর প্রধান কাজ হচ্ছে শুক্রাণুকে ডিম্বাশয়ের সাথে নিষিক্ত হতে বাধা দেওয়া। এতে ওষুধটি খেলেও বাচ্চা হয় না। তবে দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন এবং প্রতিদিন একই সময়ে ওষুধ খাওয়ার চেষ্টা করুন। যদি এই অভ্যাস না করেন তাহলে বেশি বিরতি নেওয়ার ফলে সহবাস করলে আপনার বাচ্চা হয়েও যেতে পারে৷ আর আপনি যদি তার মধ্যে গর্ভধারণ করে ফেলেন তাহলে ওষুধটি বাদ দিয়ে দিতে হবে। ওষুধ গ্রহণের আগে এবং গ্রহণ করার পর কোনো রকম জটিলতা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

নরমেনস ট্যাবলেট এর উপকারিতা  

নরমেনস ট্যাবলেট এর কাজ এবং নরমেনস ট্যাবলেটের উপকারিতা প্রায় সমান সমান।নরমেনস ট্যাবলেট যেসব রোগের বিরুদ্ধে কাজ করে সেগুলোই হচ্ছে নরমেনস ট্যাবলেট এর উপকারীতা। 
  • নরমেনস ট্যাবলেট পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া বন্ধ করে। 
  • যদি কারো পিরিয়ড দেরিতে হয় তাহলে তা ঠিক করতে নরমেনস ট্যাবলেট কাজ করে৷ 
  • ব্যাথাযুক্ত পিরিয়ডের জন্য নরমেনস ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 
  • এন্ডোমেট্রিওসিস এর সমস্যায় এই ট্যাবলেট ব্যবহার করা হয়। 
  • প্রি মিন্সট্রুয়াল সিন্ড্রোম এর সমস্যায় নরমেনস ট্যাবলেট ভালো কাজ করে। 
  • অনিয়মিত মাসিক জনিস সমস্যার জন্য ব্যবহার করা হয়। 

নরমেনস ট্যাবলেট এর পাশ্বপ্রতিক্রিয়া

নরমেনস-ট্যাবলেট-খাওয়ার-কতদিন-পর-মাসিক-হয়
নরমেনস ট্যাবলেট এর যেমন উপকারীতা রয়েছে ঠিক তেমনি এর কতকগুলো পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে -
  • ডিপ্রেশন 
  • Hives
  • হেভি মিন্সট্রুশন 
  • ডিজিনেস
  • মাথা ব্যাথা 
  • ব্রেস্ট টেন্ডারনেস 
  • অনিয়মিত পিরিয়ড 
  • ক্ষুধা মন্দা
  • রক্তচাপ বেড়ে যাওয়া 
  • ভেজাইনাল ডিসচার্জ অথবা ইটচিং 
  • গর্ভবতী মায়েদের নরমেনস ট্যাবলেট খাওয়া যাবে না।
  • কিডনি ও লিভারের ক্ষতি 
  • বমি বমি ভাব 
  • ঘুম ঘুম ভাব 
  • চুল পরা
  • তল পেট ফাঁপা 
  • ব্রণের সমস্যা 
  • থাইরয়েডের সমস্যা 
  • অস্বাভাবিক রক্ত জমাট বেঁধে স্ট্রোক বা হার্ট অ্যাটাক 
আপনি যদি দীর্ঘমেয়াদী নরমেনস ট্যাবলেট গ্রহণ করেন তাহলে উপরোক্ত পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর সম্মুখীন হতে হবে। 

নরমেনস ট্যাবলেট খেলে কি মাসিক বন্ধ হয় 

মাসিকজনিত বিভিন্ন সমস্যার জন্য মূলত নরমেনস ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। অনেকেই জানতে চায় যে, নরমেনস ট্যাবলেট খেলে মাসিক বন্ধ হয় কি না? নরমেনস ট্যাবলেট যদি আপনি মাসিক বন্ধ করার উদ্দেশ্যে খান তাহলে মাসিক বন্ধ হয়ে যাবে। যতদিন খাবেন ঠিক ততদিনই বন্ধ থাকবে। আবার যদি খাওয়া বাদ দিয়ে দেন তাহলে আবার মাসিক শুরু হবে। আশা করছি উওরটি পেয়ে গেছেন। 

লেখকের মন্তব্য - নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়

আমাদের আজকের এই আর্টিকেলে নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয় এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মাসিক জনিত যেকোনো সমস্যায় নরমেনস ট্যাবলেট খাওয়া হয়৷ তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃূদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url