বলাকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ হচ্ছে সার্বিয়া। অর্থনৈতিকভাবে দেশটি যেমন উন্নত ঠিক তেমনি ভৌগোলিকভাবে বেশ সুন্দর। বাংলাদেশ থেকে ইউরোপের দেশে যাওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সার্বিয়া। এজন্য অনেকেই জানতে চায় যে সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়। আমাদের আজকের এই আর্টিকেলে সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করবো - সার্বিয়া বেতন কত,সার্বিয়া কি সেনজেন দেশ, সার্বিয়ার সীমান্তবর্তী দেশ কোনটি,সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া কত কিলোমিটার,সার্বিয়া টাকার মান, সার্বিয়া টু ইতালি গেম।
আর্টিকেল সূচিপত্র - সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় সংশ্লিষ্ট সূচিপত্র
সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় তা নিয়ে পোস্টের শুরুতেই আলোচনা করবো -
বাংলাদেশের মানুষের বর্তমানে চাওয়া হচ্ছে ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে যাওয়া।সার্বিয়া হচ্ছে একটি নন সেনজেন দেশ। আর সবার চাওয়া থাকে সেনজেন দেশগুলো যাওয়া। নন সেনজেন থেকে সেনজেন দেশে যাওয়া কষ্টের তবে সেনজেন থেকে সেনজেন দেশে যাওয়া খুবই সহজ। সার্বিয়া সাধারণত ডি ক্যাটারগরির ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে। এই ভিসার মেয়াদ থাকে ৬ মাস। এই ছয় মাস অবশ্যই আপনাকে সার্বিয়াতে থাকতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনাকে টিআরসি কার্ড সংগ্রহ করতে হবে। একেক কোম্পানি একেক মেয়াদের টিআরসি কার্ড দিয়ে থাকে। কোনো কোম্পানি ১ বছর, কোনো কোম্পানি ২ বছর অথবা কোনো কোম্পানি কার্ড দেয় না বরং পাসপোর্টের সাথে নতুন ভিসা দিয়ে দেয়।
এখানে আপনাকে কমপক্ষে ৫ বছর থাকতে হবে৷ পাঁচ বছর থাকার পর আপনাকে ন্যাশনালিটিও দেওয়া হবে৷ আপনি যদি একবার সার্বিয়ান নাগরিকত্ব পেয়ে যান তাহলে আপনার কাছে থাকবে সার্বিয়ান পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে আপনি সেনজেন ভুক্ত সকল দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনার যদি সার্বিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি ইউরোপের ২৭ টি দেশ যেমন রোমানিয়া,হাঙ্গেরি,আলবেনিয়া, ক্রোয়েশিয়া,মন্টিনিগ্রো,মেসিডোনিয়া,জার্মানি,ইতালি এসব দেশে সহজেই যেতে পারবেন। তবে অনেকেই সার্বিয়া আসার পর অবৈধভাবে এসব দেশে যাওয়ার চেষ্টা করে। এটি কখনোই করবেন না। কেননা তাতে আপনি প্রচুর সমস্যাতে পড়তে পারেন। আশা করি সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় প্রশ্নটির উওর পেয়ে গেছেন।
সার্বিয়াতে বিদেশি কর্মীর সংকট থাকায় তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে এবং তাদের ভালো মানের বেতনও প্রদান করছে। সার্বিয়াতে বেতন কত হবে তা সম্পূর্ণ নির্ভর করে কাজের ধরনের উপর। সার্বিয়াতে যারা মেকানিক্যাল,ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকে তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে। এসব কাজের বেতন হয়ে থাকে ৮০০ থেকে ১০০০ ইউরো বাংলা টাকায় যা প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ এিশ হাজার টাকার মতো। ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া একজন শ্রমিককে কমপক্ষে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হয়। চলুন একনজরে দেখে আসি সার্বিয়াতে কোন কাজের বেতন কত টাকা -
সার্বিয়াতে একজন শেফের বেতন ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
একজন ড্রাইভারের বেতন ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
প্লাম্বারের বেতন ৬৫ হাজার থেকে ১ লক্ষ টাকা।
কনস্ট্রাকশন শ্রমিকের বেতন ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
রিসেপশনিস্টের বেতন ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা।
অটোমোবাইল সার্ভিসের বেতন ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
সার্বিয়াতে কিছু কাজের সর্বনিম্ন বেতন দেওয়া হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা, কিছু কাজের নূন্যতম বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। সার্বিয়াতে কাজের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪০০ থেকে ৫০০ ইউরো।
সার্বিয়া ইউরোপীয় একটি দেশ কিন্তু সেনজেন দেশ নয়। সেনজেন হচ্ছে একটি চুক্তি যা যেসব দেশে রয়েছে সেসব দেশের নাগরিকরা সহজেই অন্য দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। অনেকের এরকম ইচ্ছে থাকে যে তারা ইউরোপীয় সেনজেন কোনে দেশে যেয়ে তারপর মূল ইউরোপের অন্য দেশে চলে যাবে৷ যেহেতু সার্বিয়া সেনজেন দেশ নয় কাজেই সার্বিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে যাওয়া সম্ভব নয়। তবে দেশটি ২০১৪ সাল থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে সেনজেন দেশ হওয়ার জন্য। ২০২৫ সালে হয়তো দেশটি সেনজেন দেশ হতে পারে।
সার্বিয়ার সীমান্তবর্তী দেশ সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ। চলুন তাহলে জানি। ইউরোপের রেড ক্রস বলা হয় সার্বিয়াকে। দেশটির উওরে রয়েছে হাঙ্গেরি,উওর-পূর্বে রোমানিয়া, পূর্বে বুলগেরিয়া, দক্ষিণ -পশ্চিমে মন্টিনিগ্রো, দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে ক্রোয়েশিয়া অবস্থিত।
সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া কত কিলোমিটার তা যারা জানতে চান তারা জেনে রাখেন যে সার্বিয়া থেকে ক্রোয়েশিয়ার দূরত্ব হচ্ছে ৬৫০.৯ কিলোমিটার। সার্বিয়া থেকে ক্রোয়েশিয়াতে বাসে যেতে সময় লাগবে ৬ ঘন্টা ৩৭ মিনিট।
বাংলাদেশ থেকে প্রচুর লোক প্রতিবছর সার্বিয়া যায় এবং তারা সবাই জানতে চায় যে সার্বিয়া টাকার মান কত। প্রতিনিয়তই ডলারের মান কম বেশি হয়ে থাকে। সার্বিয়ান মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার। কিন্তু সার্বিয়াতে ইউরো মুদ্রাও চালু রয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী সার্বিয়ান ১ টাকা বাংলাদেশের ১.০৭ টাকা অর্থ্যাৎ ১ টাকা ৭ পয়সা।সেই হিসাবে সার্বিয়ান ১০০ টাকা বাংলাদেশের ১০৭ টাকা। আবার সার্বিয়াতে যেহেতু ইউরো মুদ্রাও প্রচলিত কাজেই ১০০ ইউরোকে বাংলা টাকায় রূপান্তর করলে হবে ১২,৬৬৩ টাকা। আবার ১০০০ সার্বিয়ান দিনার বাংলা টাকায় হবে ১০০৭ টাকা।যেহেতু টাকার মান প্রতিনিয়তই পরিবর্তন হয় কাজেই টাকার মান কম বেশি হতে পারে।
বাংলাদেশের অধিকাংশ মানুষের এরকম একটি ইচ্ছে থাকে যে তারা সার্বিয়া যাওয়ার পর ইতালিতে চলে যাবে। এক্ষেত্রে তারা সর্বপ্রথম গেমকে বেছে নেয়। গেম দেওয়া মোটেও কোনো ভালো কাজ নয়, এটি খুবই নিকৃষ্ট একটি কাজ। এর ফলে ভবিষ্যতে যারা ইতালিতে আসবে বা আসতে চায় তাদের জন্য একটি হুমকিস্বরূপ হয়ে যায়। গেম দেওয়া মানে হচ্ছে পালিয়ে যাওয়া। গেম দেওয়া হচ্ছে অন্য আরেকটি দেশে গিয়ে আশ্রয় ভিক্ষা চাওয়া। তবে আপনার জন্য গেম দেওয়া তখনই ভালো হবে যখন আপনি সার্বিয়াতে যাওয়ার পর কোনো ধরনের কাজ না পেয়ে থাকেন, একদম বসে থাকেন এবং আপনি লোন করে বিদেশে গিয়েছেন। এক্ষেত্রে আপনার গেম দেওয়াটা উচিত হবে।গেম দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে গরমকাল। কেননা শীতকালে গেম দিলে আপনি অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন।
আবার গেম দেওয়ার পূর্বে অবশ্যই ভালো দালালের খোঁজ নিবেন। সার্বিয়াতে এরকম অনেক দালাল পাওয়া যায় যারা ইতালিতে আপনাকে পৌঁছে দিবে। গেম দেওয়ার জন্য অবশ্য টাকা পয়াসার একটি ব্যাপার রয়েছে। কাজেই যাওয়ার পূর্বে অবশ্যই দালালের সাথে টাকার কন্টাক্ট করে নিবেন। সাধারণত আপনাকে ইতালি পৌঁছেই টাকা দিতে হবে।আপনি যদি যেতে পারেন তবেই টাকা দিতে হবে। নতুবা টাকা দিতে হবে না।সার্বিয়া থেকে গেম দিতে আপনার সর্বোচ্চ ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে তার কম বেশিও হতে পারে। সার্বিয়ার দালালরা অনেক শক্তিশালী কাজেই তারা আপনাকে লরি, ট্যাক্সি এবং গাড়িতে করে গেম দিবে। তবে আপনাকে হাঁটতেও হবে৷
গেম দেওয়া খুবই কষ্টের। আপনার যদি কষ্ট করার মত মন মানসিকতা থাকে তাহলে গেম দিতে পারেন। অন্যথায় দেওয়ার দরকার নেই। সার্বিয়া থেকে ইতালিতে কন্টাক্টে গেম হয়।গেম দেওয়ার আগে আপনার পরিচিত জনকে টাকা দিয়ে যাবেন যে আপনি পৌঁছে যাওয়ার পর টাকা দিয়ে দিবে আর যদি গেম নাও দিতে পারেন তাহলেও আপনার টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। আর যদি বর্ডারে আপনি ধরা পরেন তাহলেও অনেক অত্যাচার করবে। আপনার যদি সবকিছু সহ্য করার মন মানসিকতা থাকে তবেই গেম দিবেন।
উত্তর:আপনার যদি সার্বিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি সহজেই ইউরোপের যেকোনো দেশ জার্মানি, রোমানিয়া, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি,ক্রোয়েশিয়া মোটকথা সকল সেনজেন দেশে যেতে পারবেন।
প্রশ্ন ২:সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া কত কিলোমিটার?
উত্তর: সার্বিয়া থেকে ক্রোয়েশিয়ার দূরত্ব হচ্ছে ৬৫০.৯ কিলোমিটার।
প্রশ্ন ৩:সার্বিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার।
প্রশ্ন ৪: সার্বিয়ান ১ টাকা বাংলাদেশের কত টাকা?
উত্তর: সার্বিয়ান ১ টাকা বাংলাদেশের ১ টাকা ৭ পয়সা। তবে সার্বিয়াতে ইউরো মুদ্রাও চালু রয়েছে।
আমাদের আজকের এই আর্টিকেলে সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই সঠিক তথ্য জেনে সঠিক দালালের মাধ্যমে বিদেশে যাবেন। এতে আপনার হয়রানি কম হবে। আর্টিকেলটি পড়ে নতুন অনেক কিছু জানতে সক্ষম হয়েছেন বলে মনে করছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url