বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে - ডকুমেন্টস, আবেদন প্রক্রিয়া, বেতন, টাকার মান
ইউরোপের একটি দেশ হচ্ছে স্পেন। ইউরোপীয় দেশ হওয়ায় প্রবাসীদের কাছে এখন এটি একটি পছন্দের দেশ। আবার দেশটিতে কাজেরও রয়েছে প্রচুর সুযোগ৷ এজন্য প্রবাসীদের অনেকেই জানতে চায় যে, বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে ?আমাদের আজকের এই আর্টিকেলে বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে তা নিয়ে আলোচনা করবো। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করব - স্পেন যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস, স্পেন ভিসা আবেদন, স্পেন কাজের বেতন কত, স্পেনে কোন কাজের চাহিদা বেশি, স্পেনের এক টাকা বাংলাদেশের কত টাকা।
আর্টিকেল সূচিপত্র - বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে সংশ্লিষ্ট সূচিপত্র
- বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে
- স্পেন যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস
- স্পেন ভিসা আবেদন
- স্পেন কাজের বেতন কত
- স্পেনে কোন কাজের চাহিদা বেশি
- স্পেনের এক টাকা বাংলাদেশের কত টাকা
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে তা নিয়ে পোস্টের শুরুতেই জানতে পারবেন।
বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগবে তা মূলত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে যেমন -থাকা-খাওয়া, ভিসার ধরন এবং টিকিটের মূল্যের উপরে। ওয়ার্ক পারমিট ভিসায় খরচ একরকম, টুরিস্ট ভিসায় খরচ একরকম আবার স্টুডেন্ট ভিসায় খরচ আরেক রকম। একেক ভিসার খরচের পরিমাণ একেক রকম হয়ে থাকবে। আপনি যদি টুরিস্ট ভিসায় স্পেন যেতে চান তাহলে আপনার ভিসা প্রসেসিং খরচ পড়বে প্রায় ৮০ ইউরো বাংলা টাকায় যা প্রায় নয় হাজার টাকার মতো।
আবার স্পেন যেয়ে আপনি যদি কয়েকদিন থাকতে চান তাহলে আপনার হোটেল ভাড়া করে থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি ভালোমানের কোনো হোটেলে থাকেন তাহলে যেমন টাকা খরচ হবে আবার যদি কম মানের হোটেলে থাকেন তাহলে কম টাকা খরচ পড়বে। এক্ষেত্রে আপনার সর্বনিম্ন ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকার মতো খরচ পড়তে পারে। আবার বিমান ভাড়া লাগবে। বিমান ভাড়া বাংলাদেশ থেকে স্পেনের হয়ে থাকে সর্বনিম্ন ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত। আবার আপনাকে স্বাস্থ্য বিমা করতে হবে। এই বাবদ আপনার খরচ হবে প্রায় পাঁচ থেকে পনেরো হাজার টাকা। সুতরাং সকল খরচ মিলিয়ে আপনার স্পেন যেতে ৫,৭৮৫ ডলার এর মতো খরচ পড়বে।এটি শুধুমাত্র একজনের খরচ। তবে যদি আপনি বেশিদিন থাকতে চান তাহলে বেশি টাকা খরচ হবে।
আবার আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় স্পেন যান তাহলে আপনার খরচ হতে পারে ১২ থেকে ১৩ লক্ষ টাকার মতো।আপনি যদি স্পেন যাওয়ার জন্য দালালের সাহায্য নেন তাহলে খরচ আরো বেশি পড়বে।পাশাপাশি অনেক বেশি হয়রানিরও শিকার হবেন। আশা করছি বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগবে সেই সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন।
আরও পড়ুনঃ ইতালি স্টুডেন্ট ভিসা ২০২৫
স্পেন যাওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস
একটু আগে জানলেন বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে এই নিয়ে। এই পর্যায়ে জানবেন স্পেন যেতে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সম্পর্কে। ভিসা আবেদন করার সময় আপনার বেশকিছু কাগজপত্রের প্রয়োজন হবে। এসকল কাগজপত্র ব্যতীত ভিসার আবেদন করতে পারবেন না। চলুন তাহলে একনজরে দেখে নেই -
- বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ছয় মাস।
- পাসপোর্ট সাইজের ছবি (৩কপি)।ছবি অবশ্যই সাম্প্রতিক হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা।
- ভিসার আবেদন ফরম
- স্পেন ভাষার দক্ষতার প্রমাণপএ
- ব্যাংক স্টেটমেন্ট (৬ মাসের)
- আপনি যদি ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে হোটেল বুকিংয়ের প্রমাণপএ।
- স্বাস্থ্য বীমা
- আয়কর রিটার্নের ফটোকপি
উপরোক্ত ডকুমেন্টস গুলো সকল ধরনের ভিসা আবেদনের জন্য প্রযোজ্য নয়। একেক ভিসার জন্য একেক ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। প্রথমে সিলেক্ট করবেন যে আপনি কোন ভিসায় স্পেন যেতে চান এবং সেই অনুযায়ী ডকুমেন্টস গুছিয়ে নিবেন।
স্পেন ভিসা আবেদন
স্পেন যাওয়ার জন্য আপনার ভিসা আবেদন করতে হবে। সঠিকভাবে ভিসার আবেদন করতে না পারলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং স্বপ্ন পূরণ করতে পারবেন না। চলুন তাহলে স্পেন ভিসা আবেদন করার ধাপগুলো একে একে দেখে নেই -
- স্পেন ভিসার আবেদন করার জন্য আপনাকে স্পেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ভিসার আবেদন করতে হবে।
- তারপর আপনাকে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। BLC international স্পেনের ওয়েবসাইটে যেয়ে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।
- এবার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করে ফেলুন।
- এবার ভিসার জন্য আবেদন ফি প্রদান করুন। এই ফি আপনি অনলাইনে বা অফলাইনে দুইভাবেই পরিশোধ করতে পারবেন।স্পেনের ভিসা ফি সাধারণত ৮০ ইউরো এর মতো হয়ে থাকে বাংলা টাকায় যা প্রায় নয় হাজার টাকার মতো। তাছাড়া এই ভিসা ফি এর সাথে যদি অন্যান্য চার্জ যুক্ত হয় তাহলে ফি আরো বেশি লাগতে পারে।
- নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সকল কাগজপএ ভিসা আবেদন কেন্দ্রে জমা দিন।
- কাগজপত্র জমা দেওয়ার ১৫-৩০ কর্মদিবস সময় লাগবে ভিসা প্রসেসিং হতে।
- নির্দিষ্ট সময় পর আপনার মোবাইলে ইমেইল বা মেসেজের মাধ্যমে পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করার মেসেজ আসবে এবং ভিসাটি সংগ্রহ করে নিবেন।
সুতরাং উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার আবেদন করতে যেয়ে যদি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন তাহলে BLC International স্পেনের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়
স্পেন কাজের বেতন কত
স্পনে কাজের বেতন কত হবে তা সম্পূর্ণই নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করবেন তার উপর। আপনি যদি ভালো মানের কোনো কাজ করেন তাহলে বেতনও অনেক বেশি পাবেন। আপনি যদি আইটি, প্রকৌশলী, ডাক্তার এসব পেশার সাথে কাজ করেন তাহলে আপনার বেতন কমপক্ষে ১১,০০ ইউরো এর মতো হয়ে থাকবে। সাধারণত স্পেনে একজন চাকুরিজীবীর গড় মাসিক আয় হয়ে থাকে ১২,০০ থেকে ২৫,০০ ইউরো এর মধ্যে।বাংলাদেশের অধিকাংশ মানুষই দেখা যায় যে, স্পেনের হোটেল বা রেস্টুরেন্টে বেশি কাজ করে থাকে। হোটেল বা রেস্টুরেন্টে একজন শ্রমিকের সকল টিপসসহ মিলিয়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো ইনকাম করতে পারেন। কন্সট্রাকশনের শ্রমিকরাও অনেক ভালো টাকা ইনকাম করে থাকে। তাদের মাসিক বেতন হয়ে থাকে দুই লক্ষ টাকার উপরে। তবে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় যারা আইটি খাতে কাজ করে। তাদের বেতন মাসিক প্রায় সাত থেকে আটকে লক্ষ টাকার মতো হয়ে থাকে। আপনার অভিজ্ঞতা যত বাড়বে ঠিক আপনার কাজের বেতনও ততই বাড়তে থাকবো।
স্পেনে কোন কাজের চাহিদা বেশি
স্পেনে কোন কাজের চাহিদা বেশি এটি সম্পর্কে স্পেনে যাওয়ার পূর্বেই জেনে নেওয়া উচিত। তাহলে আপনি সেই কাজটি সম্পর্কে যতেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চলুন তাহলে জানি -
- হোটেল ও রেস্তোরাঁর কাজ
- ড্রাইভিং
- কন্সট্রাকশনের কাজ
- আইটি বিভিন্ন কাজ যেমন-ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং।
- ক্লিনার
- প্যাকেজিং
সুতরাং বলা যায় যে, উপরোক্ত কাজগুলোর স্পেনে অনেক বেশি চাহিদা রয়েছে। তাই এসব কাজে দক্ষতা অর্জন করুন এবং স্পেনে যেয়ে ভালো টাকা উপার্জন করুন।
আরও পড়ুনঃ ভারতের প্রদেশ কয়টি ও কি কি
স্পেনের এক টাকা বাংলাদেশের কত টাকা
স্পেনের এক টাকা বাংলাদেশের কত টাকা এই সম্পর্কে অনেকেই জানতে চায়। মূলত স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। প্রতিনিয়ত ইউরো এর মান উঠানামা করে। বর্তমান আপডেট তথ্য অনুযায়ী স্পেনের এক টাকা বাংলাদেশের প্রায় ১২৭.৪৭ টাকা। স্পেনের ১০০ ইউরো বাংলাদেশের ১২,৭৪৭ টাকা।
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: স্পেনের রাজধানীর নাম কি?
উত্তর:স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ।
প্রশ্ন ২:স্পেনের মুদ্রার নাম কি?
উত্তর:স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো।
প্রশ্ন ৩: স্পেনের পূর্ব নাম কি ছিলো?
উত্তর:স্পেনের পূর্ব নাম ছিলো আন্দালুসিয়া
প্রশ্ন ৪:স্পেনে কত ভাগ মুসলিম?
উত্তর:স্পেনে প্রায় ৫.৩২ শতাংশ মুসলিম রয়েছে।
প্রশ্ন ৫:স্পেনের সবচেয়ে বেশি মুসলিম শহর কোনটি?
উত্তর:স্পেনের সবচেয়ে বেশি মুসলিম শহর হচ্ছে কাতালোনিয়া।
প্রশ্ন ৬:স্পেনের এক টাকা বাংলাদেশের কত টাকা?
উত্তর: স্পেনের এক টাকা বাংলাদেশের ১২৭.৪৭ টাকা।
প্রশ্ন ৭:বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে?
উত্তর:বাংলাদেশ থেকে স্পেন ওয়ার্ক পারমিট ভিসায় যেতে ১২ থেকে ১৩ লক্ষ টাকা লাগবে।
লেখকের মন্তব্য - বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে
আমাদের আজকের এই আর্টিকেলে বাংলাদেশ থেকে স্পেন যেতে কত টাকা লাগে এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিদেশ যেতে যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার কাজেই বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে তবেই সবকিছু করবেন। সঠিক এজেন্সির সাহায্য নিবেন। দালাল থেকে দূরে থাকবেন। আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন সাধ্যমত উওর দেওয়ার চেষ্টা করবো। আপনার বন্ধুদের মাঝেও পোস্টটি শেয়ার করতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url