মহাখালী কোন থানায় অবস্থিত জানুন
বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকার নাম হচ্ছে মহাখালী। ঢাকা শহরে যতগুলো ব্যস্ততম স্থান রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে মহাখালী। আপনি কি জানেন মহাখালী কোন থানায় অবস্থিত ।যদি না জেনে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্যই। আমাদের আজকের এই আর্টিকেলে মহাখালী কোন থানায় অবস্থিত তা নিয়ে আলোচনা করবো। কাজেই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করব - মহাখালী কোন ইউনিয়ন, মহাখালী কোন সিটি কর্পোরেশন, মহাখালী ম্যাপ, মহাখালী ডিওএইচএস কোন থানায়, মহাখালী নামের ইতিহাস কি।
আর্টিকেল সূচিপত্র - মহাখালী কোন থানায় অবস্থিত সংশ্লিষ্ট সূচিপত্র
- মহাখালী কোন থানায় অবস্থিত
- মহাখালী কোন ইউনিয়ন
- মহাখালী কোন সিটি কর্পোরেশন
- মহাখালী ম্যাপ
- মহাখালী ডিওএইচএস কোন থানায়
- মহাখালী নামের ইতিহাস কি
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
মহাখালী কোন থানায় অবস্থিত
মহাখালী কোন থানায় অবস্থিত তা নিয়ে পোস্টের শুরুতেই বর্ণনা করবো।
মহাখালীর পূর্বে হচ্ছে গুলশান ও নিকেতন, উওরে বনানী এবং দক্ষিণে মগবাজার অবস্থিত। অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও অফিস আদালত মহাখালীতে অবস্থিত। ঢাকা শহরের ব্যাস্ততম এই এলাকাটি গুলশান থানায় অবস্থিত। মহাখালীতে রয়েছে প্রচুর হাসপাতাল যেখানে কম টাকায় চিকিৎসা প্রদান করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেবা নিতে আসে। মহাখালী স্থানটি অত্যন্ত জনবহুল এবং কোলাহলপূর্ণ স্থান। ব্যাংক, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
মহাখালীকে ঘিরে অনেক আইটি কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এলাকাটিকে ঘিরে রয়েছে তেজগাঁও, বাড্ডা, বনানী এবং গুলশান।এক পাশে রয়েছে বনানী লেক অন্যপাশে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মহাখালীতে রয়েছে মহাখালী বাস টার্মিনাল যে স্থান থেকে দেশের সকল স্থানে যেতে পারবেন।
মহাখালী কোন ইউনিয়ন
একটু আগে জানলেন মহাখালী কোন থানায় অবস্থিত । এই পর্যায়ে জানবেন মহাখালী কোন ইউনিয়ন এর। যারা জানতে চেয়েছিলেন মহাখালী কোন ইউনিয়ন এর অন্তর্ভুক্ত তারা জেনে রাখুন যে মহাখালী কোনো ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নয় বরং এটি ঢাকা সিটি কর্পোরেশন এর আওতাধীন।
আরও পড়ুনঃ ষাটগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত
মহাখালী কোন সিটি কর্পোরেশন
মহাখালী কোন সিটি কর্পোরেশন আপনি জানেন কি? না জেনে থাকলে কোনো সমস্যা নেই। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। মূলত সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।ঢাকা শহরর এই গুরুত্বপূর্ণ এলাকাটি ঢাকা উওর সিটি কর্পোরেশনের অংশ।
মহাখালী ম্যাপ
মহাখালীকে ম্যাপে কেমন দেখা যায় চলেন দেখি -
মহাখালী ডিওএইচএস কোন থানায়
বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা হচ্ছে মহাখালী ডিওএইচএস৷ এটি ঢাকার উওর সিটি কর্পোরেশন এর একটি অংশ। ডিওএইচএস প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি প্রকল্পের অধীনে। এতে মোট প্লট রয়েছে ৫২৩ টি এবং জমির পরিমাণ হচ্ছে ৬৬.০৯৬৫। মূলত স্থানটি তৈরি করা হয়েছিলো সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বসবাসের জন্য। মহাখালী ডিওএইচএস মূলত গুলশান থানার অন্তর্ভুক্ত।
মহাখালী নামের ইতিহাস কি
এবার জানবেন মহাখালী নামটি কিভাবে এলো অর্থাৎ মহাখালী নামের ইতিহাস। মহাখালীতে এক সময় হিন্দুদের পূজা মহাকালী দেবীর পূজা বিরাট আয়োজন করে হতো। এই পূজাটি মহাকালী পূজা নামে পরিচিত ছিলো। কালের বিবর্তনে জায়গাটি মহাকালী থেকে মহাখালী নামে পরিবর্তিত হয়।
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: মহাখালী কোন থানায় অবস্থিত ?
উত্তর: মহাখালী গুলশান থানায় অবস্থিত।
প্রশ্ন ২:মহাখালী ডিওএইচএস কোন থানায়?
উত্তর:মহাখালী ডিওএইচএস গুলশান থানায়।
প্রশ্ন ৩: মহাখালী কোন সিটি কর্পোরেশন?
উত্তর:মহাখালী ঢাকা উওর সিটি কর্পোরেশন।
প্রশ্ন ৪:মহাখালী কোন ইউনিয়ন?
উত্তর:মহাখালীর কোনো ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নয়।
লেখকের মন্তব্য - মহাখালী কোন থানায় অবস্থিত
আমাদের আজকের এই আর্টিকেলে মহাখালী কোন থানায় অবস্থিত এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এখন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url