তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং যাওয়ার উপায়
আপনি কি জানেন তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার যদি না জেনে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্যই। তিউনিসিয়া থেকে যারা ইতালিতে যেতে চান তাদের প্রশ্ন হচ্ছে তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার ? তাদেরই প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করবো এই আর্টিকেলে। কাজেই শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন।
তাছাড়া আরো আলোচনা করব-তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে?, তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার উপায়, বিমানে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব কত, তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় কত টাকা লাগে, তিউনিসিয়া থেকে ইতালি বিমান ভাড়া কত, তিউনিসিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে।
আর্টিকেল সূচিপত্র - তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার সংশ্লিষ্ট সূচিপত্র
- তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার
- তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে?
- তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার উপায়
- বিমানে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব কত
- তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় কত টাকা লাগে
- তিউনিসিয়া থেকে ইতালি বিমান ভাড়া কত
- তিউনিসিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার
তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার তা নিয়ে পোস্টের শুরুতেই বিস্তারিত বর্ণনা করবো।
আফ্রিকার উওরতম একটি দেশ হচ্ছে তিউনিসিয়া। এই দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। দেশটি পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিলো পরে অবশ্য স্বাধীনতা লাভ করে। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ইতালির ভিসা পাওয়া কঠিন এজন্য সকলেই আগে তিউনিসিয়া যেয়ে পরে ইতালিতে যেতে চায় এবং তিউনিসিয়া ও ইতালির মধ্যে দূরত্ব সম্পর্কে জানতে চায়। গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী তিউনিসিয়া থেকে ইতালি ১,৭০২.০২ কিলোমিটার। নটিক্যাল মাইল হিসেবে তা হচ্ছে ৯২৫ নটিক্যাল মাইল এবং মাইল হিসেবে ১,০৬৫ মাইল।
তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে
অনেকে জিজ্ঞাসা করে যে তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে। মূলত নয়টি উপায়ে আপনি তিউনিসিয়া থেকে ইতালি যেতে পারবেন। ট্রেন ছাড়াও গাড়ি, ফেরি, বিমান, বাস, গাড়ি ফেরি ইত্যাদি উপায়ে যেতে পারবেন।
আরও পড়ুনঃ মরিশাস ভিসা কবে খুলবে?
তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার উপায়
তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার অনেকগুলো উপায় রয়েছে যেমন ফেরিতে, বাসে, ট্রেনে বা বিমানে। বাংলাদেশ থেকে কেউ যদি মনে করেন যে তিউনিসিয়া থেকে ইতালি যাবেন তাহলে প্রথমে লিবিয়া যাবেন। লিবিয়া থেকে টুরিস্ট ভিসা নিয়ে তিউনিসিয়া যাবেন। তিউনিসিয়া থেকে যদি আপনি ফেরিতে করে ইতালি যেতে চান তাহলে আপনি তিনটি ফেরি রুটের সাহায্য নিতে পারবেন।তিউনিসিয়া থেকে সিভিটাভেচিয়া, তিউনিসিয়া থেকে জেনোয়া, তিউনিসিয়া থেকে ইতালি। এসব ফেরি সপ্তাহে সাত দিনই চলাচল করে।
ফেরিতে করে ইতালি পৌঁছাতে কত সময় লাগবে সেটা নির্ভর করবে আপনি কোন অপারেটরের ফেরি ব্যবহার করছেন, রুটের উপর এবং জাহাজের উপর।ফেরিতে করে যেতে আপনার সময় লাগবে ১১ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩২ ঘন্টা ১ মিনিট পর্যন্ত। তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়ার সবচেয়ে দ্রুততম ফেরি হচ্ছে জেনোয়া ফেরি যা মাএ ১১ ঘন্টা ৩০ মিনিটে পৌঁছাতে পারে। এই ফেরিটি সপ্তাহে ৪ বার চলাচল করে। তিউনিসিয়া থেকে ফেরিতে করে রওনা দেওয়ার সময় কখনো ছোটো ফেরি বা বোট নির্বাচন করবেন না।
কেননা সাগরের মাঝখানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।যেমন আপনি যদি দিক হারিয়ে ফেলেন তাহলে অন্য দেশের দ্বীপে উঠে যেতে পারেন। এতে করে আপনাকে সেখানকার পুলিশ দেশে পাঠিয়ে দিতে পারে। কিন্তু বর্তমানে
অনেকেই এভাবে ইতালি পৌঁছাতে যেয়ে প্রাণও হারাচ্ছে। এজন্য সবসময় চেষ্টা করবেন যাতে বৈধ উপায়ে যেতে পারেন।যদি অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো, বিশ্বস্ত দালালের সাহায্য নিবেন।
ফেরি ছাড়াও আপনি ফেরি গাড়ি, বিমান এবং ট্রেনে সহজেই তিউনিসিয়া থেকে যেতে পারবেন। সবকিছু বুঝে শুনে তবেই রওনা দিবেন। একটু ভুলে আপনার প্রাণও যেতে পারে৷
বিমানে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব কত
বিমানে করে তিউনিসিয়া থেকে ইতালির সবচেয়ে কম দূরত্ব। বিমানে করে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব হচ্ছে ১০৩৭.১৩ কিলোমিটার যা মাইলে হিসাব করলে হয় ৬৪৪.৪৪ মাইল।
তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় কত টাকা লাগে
তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় যেতে কত টাকা লাগে তা নির্ভর করে থাকে মৌসুম, বন্দর এবং অপারেটরের উপর। তাছাড়া আপনি কেমন ধরনের জাহাজে যাবেন, কেমন আসন বা কেবিন নিবেন ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় যেতে মোটামুটি €40 থেকে €100 হয়ে খরচ হতে পারে ৷ তবে যদি কোনো অফার প্রাইজ থাকে তাহলে তা কম বেশিও হতে পারে।
তিউনিসিয়া থেকে ইতালি বিমান ভাড়া কত
এই পর্যায়ে জানবেন তিউনিসিয়া থেকে ইতালির বিমান ভাড়া সম্পর্কে। মূলত বিভিন্ন দেশের বিমান কোম্পানি তিউনিসিয়া থেকে ইতালিতে চলাচল করে। একেক কোম্পানির ভাড়া একেক রকম হয়ে থাকে। আপনি যদি ওয়ান স্টাফ বাসে করে তিউনিসিয়া থেকে ইতালি যান তাহলে আপনার ভাড়া পড়বে ২৮,২২৯ টাকার কাছাকাছি।
আরও পড়ুনঃ বাহরাইন যেতে কত টাকা লাগে?
তিউনিসিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে
তিউনিসিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে সেটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে ইতালি যাবেন তার উপর। আপনি যদি বিমানে করে তিউনিসিয়া যেতে চান তাহলে সরাসরি যেতে পারবেন না। আপনাকে ওয়ান স্টাফ ফ্লাইটে টুনিস বিমানবন্দরে বিরতি নিতে হবে। এক্ষেত্রে আপনার সময় লাগতে পারে ১৩ ঘন্টা ৫ মিনিটের মতো। বিভিন্ন কারণে সময় কম বেশিও হতে পারে।
আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: তিউনিসিয়া কোথায় অবস্থিত?
উত্তর:তিউনিসিয়া উওর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
প্রশ্ন ২:তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে?
উত্তর:অবশ্যই, তিউনিসিয়া থেকে ইতালি ট্রেনে যাওয়া যাবে।
প্রশ্ন ৩: তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার ?
উত্তর:তিউনিসিয়া থেকে ইতালি ১৭,০২.০২ কিলোমিটার।
প্রশ্ন ৪:তিউনিসিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে?
উত্তর:তিউনিসিয়া থেকে ইতালি বিমানে যেতে সময় লাগে ১৩ ঘন্টা ৫ মিনিটের মতো।
প্রশ্ন ৫:তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় কত টাকা লাগে?
উত্তর:তিউনিসিয়া থেকে ইতালি নৌকায় টাকা লাগে €40 থেকে €100।
প্রশ্ন ৬:বিমানে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব কত?
উত্তর: বিমানে তিউনিসিয়া থেকে ইতালির দূরত্ব হচ্ছে ১০৩৭.১৩ কিলোমিটার।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে সহজে ভিসা পাওয়া যায়
লেখকের মন্তব্য - তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার
আমাদের আজকের এই আর্টিকেলে তিউনিসিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি পড়ে নতুন কিছু জানতে সক্ষম হয়েছেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ।
My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url